পাক্কা পাঁচ বছরের ব্যবধান। ২০১৭ সালে যেভাবে কার্যত জেতা ম্যাচে হেরে গিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল, এবার কমনওয়েলথ গেমসেও সেটা হল। শুধু তাই নয়, হৃদয় ভেঙে দেওয়া দুই হারের মধ্যে অবিশ্বাস্য কয়েকটি মিলও আছে।
গত রবিবার কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল ভারত। একটা সময় ভারতের হাতের মুঠোয় সোনা ছিল। কিন্তু শেষের দিকে ধস নামায় সেই ম্যাচে হেরে যান হরমনপ্রীতরা। মাত্র ন'রানে হেরে গিয়ে রুপোয় সন্তুষ্ট থাকতে হয়। যা কোনও মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতায় ক্রিকেটে ভারতের প্রথম পদক হলেও হাতের মুঠোয় চলে আসা সোনা হাতছাড়া হওয়ার ক্ষতে সম্ভবত কোনওদিন প্রলেপ পড়বে না। বরং ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালের পর ক্ষত আরও গভীর হয়ে গিয়েছে। যে দুই হারের মধ্যে মিল আছে।
১) ২০১৭ সালের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডে। কমনওয়েলথ গেমসের ফাইনালও ইংল্যান্ডে হয়েছে।
২) দুটি ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে ভারত। তৃতীয় উইকেটে ৯০ রানের বেশি যোগ করেছিল টিম ইন্ডিয়া। দুটি ক্ষেত্রেই সেই জুটিতে ছিলেন হরমনপ্রীত। দুটি ম্যাচেই অর্ধশতরান করেন।
২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে তৃতীয় ফাইনালে ১২৯ বলে ৯৫ রান উঠেছিল। ৪৯ বলে ৪০ রান করেছিলেন পুনম রাউত। ৮০ বলে ৫১ রান করেছিলেন হরমন। এবার কমনওয়েলথ গেমসের ফাইনালে তৃতীয় উইকেটে ৭১ বলে ৯৬ রান তুলেছিল ভারত। ৪০ বলে ৬৩ রান করেন হরমন। ৩১ বলে ৩২ রান করেন জেমাইমা রদ্রিগেজ।
৩) দুটি ম্যাচেই নয় রানে হেরেছে ভারত। একেবারে সুবিধাজনক অবস্থা থেকে পরপর উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি।