আইপিএলের আগেই টক্কর শুরু মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনাল ঘিরে আসরে নামলেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নাররা। পিছিয়ে রইলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়াও। আসলে নিজেদের মহিলা দলের মনোবল বাড়াতে সামনে এগিয়ে এলেন আইপিএল তারকারা।
রবিবার উদ্বোধনী উমমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে সম্মুখসমরে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। যারা জিতবে, প্রথমবার ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে নাম লেখাবে বিজয়ী দল। এমন ঐতিহাসিক ফাইনালের আগে একদিকে হরমনপ্রীত কৌরদের শুভকামনা জানালেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিডরা। অন্যদিকে মেগ ল্যানিং-শেফালি বর্মাদের উদ্দীপ্ত করলেন সৌরভ, পন্টিং, পৃথ্বী শ-রা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিয়ো বার্তায় রোহিত বলেন, ‘উইমেন্স প্রিমির লিগের ফাইনালের জন্য আমাদের মহিলা দলকে শুভকামনা জানাই। যেভাবে গত চার সপ্তাহে তোমরা খেলেছ, আমি দারুণ উপভোগ করেছি। এটা ফাইনাল ম্যাচ, ফাইনাল খেলার সুযোগ রোজ রোজ হয় না। তাই উপভোগ করা জরুরি। আবহটা অসাধারণ হতে চলেছে, মজা নাও। আমরা সবাই তোমাদের জন্য গলা ফাটাব। মাঠে নেমে তোমরা শুধু নিজেদের সেরাটা মেলে ধরো।’
দিল্লি ক্যাপিটালসের ভিডিয়ো বার্তায় ল্যানিং-শেফালিদের নিয়ে মণীশ পান্ডেকে বলতে শোনা যায় যে, ‘সবাই মন দিয়ে প্রতিটা ম্যাচ খেলেছে।’ সেই কথার রেশ টেনে সৌরভ বলেন, ‘ঠিক সেভাবেই ফাইনালে মন লাগিয়ে গর্জন করো।'
হরমনপ্রীতদের সমর্থনে সূর্কুমার যাদব বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা ফুল ফর্মে থেকে ফাইনালে উঠেছে। আমি দলের প্রত্যেককে ফাইনালের জন্য শুভকামনা জানাচ্ছি। তোমাদের জন্য গলা ফাটাতে প্রস্তুত। এই মরশুমে আর একটা অসাধারণ ম্যাচ উপহার দাও।’
দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে ডেভিড ওয়ার্নারের বার্তা, ‘ল্যানিং, জেবি এবং দলের সকলকে আজ রাতের ফাইনালের জন্য শুভকামনা জানাই। মাঠে নেমে নিজেদের একশো শতাংশ মেলে ধরো, ঠিক যেমনটা তোমরা প্রতি ম্যাচেই করে থাকো। কাপ নিয়ে এসো।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।