শুভব্রত মুখার্জি: চলতি কমনওয়েলথ গেমসে বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রমেশ পাওয়ারের প্রশিক্ষণপ্রাপ্ত দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড দল। হেড কোচ রমেশ পাওয়ার মনে করেন প্রতিদিন উন্নতি করছে তার দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি সাধন করেছে তার দল বলে মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। উল্লেখ্য কমনওয়েলথ গেমসে ভারত তাদের শেষ গ্রুপ ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা।
আরও পড়ুন: লাল বলের ক্রিকেটে কি অস্ট্রেলিয়ার হয়ে আদৌ খেলা হবে গ্লেন ম্যাক্সওয়েলের?
১০০ রানের বড় ব্যবধানে জয় পেয়েই তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। দল নিয়ে কথা বলতে গিয়ে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে বিভিন্ন কম্বিনেশন নিয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। উল্লেখ্য বার্বাডোজের বিরুদ্ধে ম্যাচে জেমাইমা রদ্রিগেজকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। সেখানে ব্যাট করে ৫৬ রানের একটি ইনিংস উপহার দেন তিনি। মূলত তার ইনিংসে ভর করেই ম্যাচে ভারত বড় জয় তুলে নেয়।
পাওয়ার জানিয়েছেন 'আমরা দল হিসেবে প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রসেস এবং প্ল্যান দুটোই পরিস্থিতি অনুযায়ী বদলাচ্ছে। আমরা প্রত্যেকের থেকে তাদের সেরাটা বের করে আনার চেষ্টা করছি। আমরা মনে করেছিলাম জেমি (জেমাইমা) এই রোলটার জন্য (৩ নম্বরে ব্যাট করা) প্রস্তুত। ইংল্যান্ডে ও (জেমাইমা) দীর্ঘদিন ধরেই ভালো খেলছিল। আমরা তাই ভেবেছিলাম যে ওকে খেলিয়ে একটা সুযোগ নেওয়া যেতেই পারে। আপনি যখন কোনও বড় ইভেন্টে খেলতে যান তখন আপনার লক্ষ্য থাকে ১৫ জনকে তৈরি করে রাখা। আমরা মনে করি তানিয়া গেমচেঞ্জার হতে পারে। কোয়ালিটি বোলারদের বিরুদ্ধেও বেশ ভালো খেলেছে।'
কমনওয়েলথ গেমসে মুরালি শ্রীশঙ্করের রুপো জয় প্রসঙ্গে বলতে গিয়ে পাওয়ারের মন্তব্য 'আমাদের গায়ে কাটা দিয়েছিল ওর জয়টা দেখার পরে। আমরা আমাদের লং জাম্পারকে রুপো জিততে দেখছি যা অত্যন্ত গর্বের। ও খুব চেষ্টা করেছে। আমাদের কাজটই হল মাঠে নেমে আমাদের সেরাটা উজাড় করে দেওয়া।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।