সাপ ও বেজির সম্পর্ক পাকিস্তান ও ভারতের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারত মাঠে খেলতে নামে তখন প্রথম ও সর্বশেষ চেষ্টা হয় যেভাবেই হোক ম্যাচটি জেতা। অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রেও তাই। এখন আইসিসির টুর্নামেন্ট ছাড়া আর কোথাও মুখোমুখি হয় না দুই দেশ। কিন্তু ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। সঙ্গে চাপা উত্তেজনা। যে ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে থাকে।
কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে দ্বিপক্ষীক সিরিজ বন্ধ বেশ কয়েক বছর ধরেই। দুই দেশের মধ্যে যাই হোক না কেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। যা বারংবার দেখা গিয়েছে।
২২ গজে একে অপরকে ছেড়ে কথা না বললেই মাঠের বাইরে মজা করতে দেখা গিয়েছে গিয়েছে। মাঠে অনেকবার বীরেন্দ্র সেহওয়াগ ও শোয়েব আখতারের লড়াই দেখা গিয়েছে। গান গাইতে গাইতে আখতারকে ছয়-চার মেরেছেন বীরু। অন্যদিকে অনেকবার আগুনে বোলিং করেছেন পাকিস্তানের জোরে বোলার শোয়েব। তবে মাঠের বাইরে তাদের গভীর বন্ধুত্ব রয়েছে।
মাঝে মাধ্যেই সেহওয়াগকে একেবারে অন্য মুডে দেখা যায়। এবার শোয়েবের সঙ্গে মজা করলেন বীরু। ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটার বলেন, 'পাকিস্তানে আমার অনেক ভালো বন্ধু আছে, তবে সবথেকে কাছের বন্ধু শোয়েব আখতার।' আগে বিভিন্ন সময়ে শোয়েব আখতারকে নিয়ে অনেক মজা করেছেন সেহওয়াগ। বিভিন্ন মন্তব্যও করেছেন। তবে তিনি মনে করেন আখতার খুব ভালো মানুষ তাই তিনি শোয়েবের সঙ্গে মজা করেন। তিনি বলেন, 'স্বাভাবিক জীবনে আখতার খুব ভালো মানুষ। তবে মাঠের বাইরে অন্যরকম। মাঠের ভিতরে প্রবেশ করলেই একদম আলাদা মানুষ হয়ে যায়।'
ভারতের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সেহওয়াগ। জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ টি টেস্ট ম্যাচ । করেছেন ৮৫৮৬। একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ২৫১টি ম্যাচে। করেছেন ৮২৩৭ রান।
অন্যদিকে পাকিস্তানের জোরে বোলার শোয়েব আখতার ৪৬টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ১৭৮টি উইকেট। একদিনের ম্যাচ খেলেছেন ১৬৩টি। একদিনের ম্যাচে তার সংগ্রহ ২৪৭ টি উইকেট। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৫ টি। নিয়েছেন ১৯ টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।