পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি তিনটি নিরপেক্ষ ভেন্যুর নাম দিয়েছিলেন, যেখানে ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ আয়োজন করা যেতে পারে। দ্য সিডনি মর্নিং হেরল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজনের কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, ‘হ্যাঁ, আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক টেস্ট ম্যাচ খেলা যেতেই পারে। কিন্তু আমি মনে করি, সবচেয়ে ভালো হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় হলে। অস্ট্রেলিয়ার যে কোন স্টেডিয়াম হাউসফুল পেতে পারেন, সেটা হবে দারুণ।’
যদিও সংবাদ সংস্থা এএনআই বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে নাজাম শেঠির পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। বিসিসিআই সূত্রের তরফে জানা গিয়েছে, ‘অদূর ভবিষ্যতে বা আসন্ন দিনগুলিতে এই ধরণের সিরিজ করার কোনও পরিকল্পনা নেই। আমরা পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুত নই।’
আরও পড়ুন: সলমন খানের সঙ্গে সিনেমায় অভিনয় করার স্বপ্ন দেখেন জিম্বাবোয়ের সিকান্দার
ভারত এবং পাকিস্তান শেষ বার টেস্ট খেলেছিল ২০০৭ সালের ডিসেম্বরে। দীর্ঘ ১৬ বছরের খরা কাটাতে উদ্যোগী হয়েছিলেন নাজাম শেঠি। তবে সেই সম্ভাবনাকে বিশ বাও জলে পাঠিয়ে দিল বিসিসিআই।
এ দিকে ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। নাজাম শেঠি মহাদেশীয় টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেলের থিয়োরিতে অবিচল রয়েছে। অর্থাৎ বাকি দেশগুলি পাকিস্তানে খেলবে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে বিসিসিআই-ও নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবে না। তাদের পাকিস্তানে খেলার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি গরমের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতেও খেলতে রাজি নয় ভারত।
আরও পড়ুন: ক্রুনাল প্রতারণা করেননি, তবে তিনি রিটায়ার্ট হার্ট, নাকি আউট? প্রশ্ন অশ্বিনের
নাজাম শেঠি News9live.com-কে বলেছেন, ‘ঠিক আছে এশিয়া কাপে ভারত এখানে খেলতে আসতে চায় না সেটা পরিষ্কার। এমন কী আমরা যে সমঝোতার ফর্মুলাটি তৈরি করেছি, সেটাও তারা প্রত্যাখ্যান করেছে। তবে বিশ্বকাপ যখন আসবে, তখন আমরাও আমাদের সরকারকে জিজ্ঞাসা করব।’
তিনি যোগ করেছেন, ‘পরিস্থিতি এমন যে, ভারত পাকিস্তানে আসতে অস্বীকার করেছে। আমরা এশিয়া কাপ ছেড়ে দিতে বাধ্য হব। আমাদের থেকে কী প্রত্যাশা রয়েছে? আমি আইসিসির কাছে একই ফর্মুলা ভাসিয়ে দেব। আমার ধারণা হল, আইসিসি হাইব্রিড মডেলের ক্ষেত্রে কঠোর ভাবে বিরোধী নয়। এশিয়া কাপে কী হয়, সেটা দেখার অপেক্ষায় তারা। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না তবে আমি মনে করি এটাই বাস্তব সমাধান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।