২-১ ব্যবধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩ দখল করল টিম ইন্ডিয়া। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি ড্র হয় এবং এই ভাবে টিম ইন্ডিয়া সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আমদাবাদ টেস্টে তার ১৮৬ রানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। যেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারটি একজন নয় বরং দুইজন খেলোয়াড়ের হাতে যায়। ভারতের দুই তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন চার ম্যাচের সিরিজে মোট ২৫ উইকেট নিয়েছিলেন এবং রবীন্দ্র জাদেজা মোট ২২টি উইকেট নিয়েছিলেন। BGT 2023-এ সর্বাধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে, উভয়ই ছিল ক্রমানুসারে প্রথম এবং দ্বিতীয়। একই সময়ে রবীন্দ্র জাদেজাও চার ইনিংসে ১০৭ রান করেন। আর অশ্বিন চার ইনিংসে ৭৯ রান করেন। আর অশ্বিনও ভারত বা অস্ট্রেলিয়ার প্রথম বোলার হয়েছেন যিনি BGT-তে একাধিকবার 25 উইকেট নিয়েছেন। এর আগে, অশ্বিন বর্ডার-গাভাসকর ট্রফিতেও ২৫টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন… BAN vs ENG T20I: ড্রেসিংরুমে কী বলেছিলেন শাকিব? ইতিহাস গড়ে মুখ খুললেন মিরাজ
ম্যাচের পরে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। আমরা (অশ্বিন এবং জাদেজা) অনেক আগেই এমনটা শুরু করেছিলাম কিন্তু একে অন্যকে ছাড়া আমরা এই রকম প্রাণঘাতী হতে পারব না। আমাদের এটা চিনতে হবে, অন্তত আমি গত ২-৩ বছরে তা চিনতে শুরু করেছি। সে আমাকে বল নিয়ে সৃজনশীল হওয়ার অনেক স্বাধীনতা দিয়েছে। এর জন্য তাঁকে কৃতিত্ব। আমি ভেবেছিলাম সে দিল্লি টেস্টেও সুন্দর বোলিং করেছে এবং সেই কারণেই আমরা আজ এখানে এসেছি। জাড্ডু এটা সত্যিই সহজ রাখে, সে যা ঘটেছে তা নিয়ে আশেপাশে বিরক্ত বা মাথা ঘামায় না, তবে আমি তাঁকে আউট হওয়ার পরে এক ঘণ্টার জন্য জায়গায় বসে থাকতে দেখেছি। তাই আমাকে বলেছিল যে সে কতটা হতাশ ছিল এবং আজ সে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে।’
আরও পড়ুন… IND vs AUS: অজিদের কতটা মাথাব্যথার কারণ হয়েছেন অশ্বিন, এই একটি পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে
তিনি আরও বলেন, ‘গত ২-৩ বছরে কথোপকথনগুলি অনেক বেশি হয়েছে কারণ আমি জানি কীভাবে যোগাযোগ করতে হয় এবং তার পছন্দ, অপছন্দ এবং এমনকি কী তাঁকে সাহায্য করবে তাও জানি। এমনকি তিনি চপ এবং পরিবর্তনের সাথে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন, সিরিজ চলাকালীন যখন হেড ও খোয়াজা খেলছিলেন, আমাদের অনেক ভালো কথোপকথন হয়েছিল এবং সেগুলোর মধ্যে দিয়ে কিছু উইকেটের দেখা পাওয়া গিয়েছিল এবং সেগুলোর মধ্যে কয়েকটি বেশ মজার ছিল।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup