বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ‘আমরা এইসব ক্রিকেটারকে রক্ষা করতে পারি না,’ কোন ক্রিকেটারের কথা বলছেন অশ্বিন?

IND vs AUS: ‘আমরা এইসব ক্রিকেটারকে রক্ষা করতে পারি না,’ কোন ক্রিকেটারের কথা বলছেন অশ্বিন?

রবিচন্দ্রন অশ্বিন। ছবি- পিটিআই 

আমদাবাদে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। আর সেই টেস্টের প্রথম ইনিংসে শতরান করেন ক্যামেরন গ্রিন। এবার গ্রিনের প্রশংসা করলেন রবিচন্দ্রন অশ্বিন। 

আমদাবাদে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। আর এই ম্যাচ বোলারদের জন্য অনেকটা কঠিন হয়ে উঠেছে। সিরিজের প্রথম তিনটি ম্যাচ তিনদিনের মধ্যে শেষ হয়েছে। তবে আমদাবাদের পিচের অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া বেশ চাপে ফেলে দিয়েছে ভারতকে। স্কোরবোর্ডে বিশাল ৪৮০ রানে যোগ করেছে অজি বাহিনী। দুই দিন ধরে ভারতীয় বোলাররা চাপে থাকলেও ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের পরে তিনি ক্যামেরন গ্রিনকে নিয়ে বলেন, 'এই ধরনের ক্রিকেটারকে ভারতে বেশি দিনের জন্য সুরক্ষিত রাখা যাবে না।' তাঁর এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে।

অস্ট্রেলিয়া বড় রান করলেও প্রথম দিনে একটা সময় বেশ চাপে পড়ে যায়। ১৭০ রানের চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তখনই হাল ধরেন ওপেনার উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। দুই ব্যাটার শতরানের গন্ডি পার করেন। টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম শতরান করেন ২৩ বছর বয়সী ক্যামেরন গ্রিন। তিনি ১৭০ বলে ১১৪ রান করেন। উসমান খোয়াজা করেন ১৮০ রান। ভারতের মাটিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডে তৈরি করেন খোয়াজা।

ম্যাচের ৫ উইকেট নেওয়া অশ্বিন আউট করেন গ্রিনকে। দ্বিতীয় দিনের শেষে গ্ৰিনের সম্পর্কে বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমি মনে করি ক্যামেরন অসাধারণ ক্রিকেটার। ওর বয়স কম। সবে খেলা শুরু করেছে। ওর কাছে সবকিছু আছে। ব্যাটিং জ্ঞান ভালো । পিচে নড়াচড়া করতে পারে। বোলিংটাও ভালো করে।’

অশ্বিন মনে করেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে এই ধরনের ক্রিকেটারকে খুব যত্ন সহকারে তৈরি করা হয়। তিনি বলেন, ‘আমরা দুটো ভিন্নদেশ থেকে উঠে এসেছি। ভারত খুব আলাদা ধরনের। আমরা এই ধরনের ক্রিকেটারকে খুব বেশি সময় ধরে সুরক্ষিত রাখতে পারি না। ভারতে তুমি পারফরম্যান্স করো না হলে ধ্বংস হয়ে যাবে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশে এই ক্রিকেটারদের বেশ ভালো ভাবে তৈরি করা হয়। আশা করি ক্যামেরন গ্রিন একজন অসাধারণ ক্রিকেটার হবে।’

উল্লেখ্য, ক্যামেরন গ্ৰিনকে এই বছরে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকায় কিনেছে। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ম্যাচেও বড় শট খেলায় নিজের খ্যাতি অর্জন করেছেন ক্যামেরন।

বন্ধ করুন