শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ার হিটার আন্দ্রে রাসেল। আইপিএল সহ সারা বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগগুলোতে রীতিমতো দাপটের সঙ্গে খেলছেন তিনি। কিন্তু সদ্য ঘোষণা হওয়া টি-২০ বিশ্বকাপের ক্যারিবিয়ান দলে জায়গা হয়নি তার। আর এখানেই আন্তর্জাতিক টি-২০তে রাসেলের ভবিষ্যতে নিয়ে জেগেছে আশঙ্কা। ক্যারিবিয়ান দলে আন্দ্রে রাসেল কি এখন অতীত? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রধান নির্বাচক ডেসমন্ড হেন্সের মন্তব্য আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রধান নির্বাচক ডেসমন্ড হেন্স জানিয়েছেন তিনি আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী নন। হেন্স জানিয়েছেন 'এই বছরের গোড়ার দিকেই আমাদের সঙ্গে আন্দ্রে রাসেলের একটি বৈঠক হয়েছিল। আমরা ওর বিষয়ে এখনও নিশ্চিত না। টুর্নামেন্টগুলিতে আমরা যতটা ভালো পারফরম্যান্স ওর থেকে চেয়েছিলাম তা আমরা পাইনি। তাই আন্দ্রে রাসেল পরিস্থিতি নিয়ে এটাই বলব যে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এমন কাউকে চেয়েছি যে এই মুহূর্তে ফর্মে রয়েছে। টি-২০ ফর্ম্যাটে ভালো খেলছে।'
আরেক তারকা নারিনের বিষয়ে বলতে গিয়ে হেন্স জানিয়েছেন অধিনায়ক পুরান ওর সঙ্গে যোগাযোগ করেছিল তবে ওকে পাওয়ার বিষয়ে কোনও স্পষ্ট ছবি আমাদের হাতে ছিল না। ডেসমন্ড হেন্স জানিয়েছেন 'নারিন খেলবে কি খেলবে না সেই বিষয়ে ওর থেকে কোনও নোটিশ আমরা পাইনি। অধিনায়ক নিকোলাস (পুরান) নারিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছে। আমার কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে তার থেকে মনে হয়েছে নারিন খেলতে আগ্রহী নয়।'
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নবাগত রেমন রিফার এবং ইয়ানিক ক্যারি। বাদ পড়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়েন অ্যালেন। দীর্ঘদিন বাদে দলে ফিরে এসেছেন বাঁহাতি ওপেনার ব্যাটার এভিন লুইস। ৫ এবং ৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ অক্টোবর বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে তারা হোবার্টে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। গ্রুপ-বি'তে এছাড়াও থাকছে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।