প্রিমিয়ার অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন কোনও ভাবেই চান না যে, তাঁর দল আসন্ন অ্যাশেজে আতঙ্কিত হয়ে পড়ুক। যেমনটা এই বছরের শুরুতে ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হয়েছিল।
ভারতে অস্ট্রেলিয়ানরা ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে। তাদের আতঙ্কিত হওয়ার একটি বড় উদাহরণ হল, দিল্লি টেস্টে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে বেশির ভাগ অজি ব্যাটারই র্যাঙ্ক টার্নারে সুইপিং শট খেলতে গিয়ে আউট হন।
১৬ জুন থেকে শুরু হতে চলা অ্যাশেজের ঠিক আগে ভারতের বিরুদ্ধে ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
তার আগে নাথান লিয়ন AAP-কে বলেছেন, ‘আমাদের যাইহোক আতঙ্কিত হওয়া উচিত নয়। আমরা ভারতে আতঙ্কিত হয়েছিলাম এবং আমরা দেখেছি, তার পরিণতি কী হয়েছে। আমরা যদি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে থাকি এবং আমাদের ব্র্যান্ড অনুযায়ী খেলতে পারি, তবেই সাফল্য আসবে।’
আরও পড়ুন: পাকিস্তান থেকে এশিয়া কাপ সরলে ODI WC-ও বয়কট করবে বাবররা- দাবি PCB চেয়ারম্যানের
ইংল্যান্ড তাদের আক্রমণাত্মক খেলার স্টাইল দিয়ে টেস্ট ক্রিকেটকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। আর আক্রমণাত্মক মেজাজে খেলেই গত বছর তারা তাদের ১২টি টেস্টের মধ্যে ১০টি জিতেছে।
এই প্রসঙ্গে লিয়ন বলেছেন, ‘নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে যে ভাবে খেলেছে ইংল্যান্ড, সেটা দেখতেই হবে। ওরা প্রতিপক্ষকে আতঙ্কিত করতে বাধ্য করেছে। আমাদের শুধু আমাদের সম্পর্কে চিন্তা করতে হবে। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের নিজেদের হাতে কী আছে, সেটা নিয়ে ভাবতে হবে। ইংল্যান্ড কী করছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা যদি নিশ্চিত করি যে, আমাদের সত্যিই ভালো পরিকল্পনা হাতে রয়েছে এবং সেগুলিতে কার্য়কর করতে পারব, তা হলে সবকিছু ঠিকঠাক হবে।’
আরও পড়ুন: কেন ল্য়াভেন্ডার জার্সি পরে নেমেছেন হার্দিকরা?
লিয়ন দাবি করেছেন যে, ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে তিনি তাঁর কৌশল পরিবর্তন করবেন না। ওরা যতই স্পিনার এবং দ্রুত বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক পন্থা অবলম্বন করুক। তিনি বলেছেন, ‘আমাদের নিজেদের নিয়ে চিন্তা করতে হবে। আমরা সত্যিই সুপরিকল্পিত ভাবে খেলতে নামব। এবং প্যাট [কামিন্স] আর স্মিথির নেতৃত্বে আমি মনে করি, আমরা সত্যিই ভালো খেলব।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি গত কয়েক সপ্তাহ ধরে মিচ [স্টার্ক] এবং প্যাটের সঙ্গে বোলিং করছি, আমাদের প্রস্তুতি সত্যিই ভালো চলছে। অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ওরা কী করবে, তা নিয়ে না ভেবে আমরা শুধু আমাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এবং নিজেদের নিয়ে আমরা উদ্বিগ্ন।’