বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো তারা। ১০৮ রানের ব্যবধানে বিরাট জয় পেয়েছে ভারতীয় প্রমিলা বাহিনী। ২২ জুলাই সিরিজের শেষ এবং নির্ণায়ক ম্যাচ খেলতে নামবে দুই দল। যে জিতবে সিরিজ যাবে তাদের পকেটে চলে যাবে।
এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটি কিছুক্ষণ টিকে থাকলেও প্রায় পরপর দুটি উইকেট পড়ে যায়। এরপরেই প্রতিরোধ গড়ে তুলতে থাকে হরমনপ্রীতরা। অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে বড় রান তৈরি করেন জেমিমা রড্রিগেজ। তিনি করেন ৭৮ বলে ৮৬ রান। ইনিংসে মারেন ৯টি বাউন্ডারি। অধিনায়ক কৌর করেন ৮৮ বলে ৫২। ওপেনিং এ স্মৃতি মন্ধনার ৩৬ রানের ইনিংস ভারতীয় দলকে নির্ধারিত ৫০ ওভারে ২২৮ রানে পৌঁছে দেয়।
অন্যদিকে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তাড়াতাড়ি গুটিয়ে যায়। ফার্গানা কিছুটা প্রতিরোধ তৈরি করেন। তবে একা দূর্গ রক্ষা করতে পারেননি তিনি। ভারতের হয়ে বল হাতেও কামাল দেখান জেমিমা। চারটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট নেন দেবিকা বৈদ্য। ম্যাচ জিতে উঠে ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেন, 'আমাদের কাছে ব্যাটিং করার একটা ভালো সুযোগ ছিল। সেই সঙ্গে ভালো স্কোর রাখারও সুযোগ আমরা পেয়েছি। আমরা শুধুমাত্র ব্যাটিং করতেই চেয়েছি। জিমি এবং আমি শেষ পর্যন্ত খেলে যেতে চেয়েছিলাম। আমরা একটা অবদান রাখতে চেয়েছিলাম এই ম্যাচে। স্ট্রাইক পরিবর্তন করা আমাদের প্রথম এবং অন্যতম লক্ষ্য ছিল। এই ম্যাচে আমরা একদম পাটা পিচে ব্যাট করেছি। তাই তাড়াহুড়োর কোন ব্যাপার ছিল না।'
এখানে না থেমে তিনি আরও বলেন, 'প্রথম ম্যাচের পর আমরা বুঝতে পেরেছি এখানে কীভাবে ব্যাট করতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য ভালো গিয়েছে। তবে এখনও সিরিজ শেষ হয়নি। শেষ ম্য়াচ আমাদের জিততেই হবে। দু'দিন পরে শেষ ম্যাচ জিতে আমরা এই সিরিজ শেষ করতে চাইছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।