বাংলা নিউজ > ময়দান > পাওয়ার প্লেতে আরও ভাল খেলা উচিত ছিল: শানাকা

পাওয়ার প্লেতে আরও ভাল খেলা উচিত ছিল: শানাকা

দাসুন শানাকা (AFP)

ম্যাচ এবং সিরিজ হারের পরেও অবশ্য দলের অনভিজ্ঞ ক্রিকেটারদের লড়াইয়ে খুশি অধিনায়ক দাসুন শানাকা।

শুভব্রত মুখার্জি: ধর্মশালাতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে জিতে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। লঙ্কানদের দেওয়া কঠিন টার্গেট তারা করতে গিয়ে শ্রেয়স আইয়াররা ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন। কঠিন টার্গেটে অনায়াসে পৌঁছে যান ১৭ বল বাকি থাকতেই। ম্যাচ এবং সিরিজ হারের পরেও অবশ্য দলের অনভিজ্ঞ ক্রিকেটারদের লড়াইয়ে খুশি অধিনায়ক দাসুন শানাকা।

ম্যাচে হারের পরে শানাকা জানিয়েছেন 'আমরা ম্যাচটা খুব ভালভাবে শুরু করেছিলাম। তবে পাওয়ার প্লেতে আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। আমরা যদি পাওয়ার প্লেতে আরও একটি উইকেট পেতাম তাহলে বিষয়টি আমাদের জন্য ভাল হত। লাহিরুর অবশ্যই প্রথম ৬ ওভারে বল করা উচিত। খেলাটা আমাদের জয়ের জন্য সেট আপ করা ছিল। উইকেট খুব ভাল ছিল। দেখুন আমরা আর একটি সিরিজে হারের মুখ দেখলাম। তবে আমরা যদি শেষ ম্যাচটা জিততে পারি সেটাই আমাদের জন্য বড় পজিটিভ হবে।'

প্রসঙ্গত এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৮৩ রান করেছিল। পাথুম নিসঙ্কর ৭৫ রান এবং অধিনায়ক দাসুন শানাকার ১৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস তাদের এই স্কোরে পৌঁছে দিয়েছিল। রান তাড়া করতে নেমে ভারত তাদের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরলেও শ্রেয়স আইয়ার ব্যাট হাতে যে ঝড় তোলেন তাতেই কার্যত খড়কুটোর মতন উড়ে যায় লঙ্কান বোলাররা। আইয়ার ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গত দেন সঞ্জু স্যামসন (৩৯) এবং রবীন্দ্র জাদেজা (৪৫*)। ফলে ভারত ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় সম্পন্ন করে।

বন্ধ করুন