Ashes 2023: আমাদের বিরুদ্ধে কত ব্যাজবল কাজ করে দেখা যাবে, অ্যাসেজের আগেই হুংকার স্মিথের
অস্ট্রেলিয়া দল। ছবি- এপি
অস্ট্রেলিয়া দল। ছবি- এপি
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এখনও পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমের দিকে সমস্যায় পড়লেও স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের দুরন্ত লড়াইয়ে ভালো জায়গায় পৌঁছে যায় অজি বাহিনী। এখনও পর্যন্ত পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। অন্যদিকে এই ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ খেলতে নামবে। যা নিয়ে ফাইনাল ম্যাচ চলাকালীনই উত্তেজনায় ছড়িয়েছে। স্টিভ স্মিথ বৃহস্পতিবার বলেন. ইংল্যান্ড কীভাবে তাদের বিরুদ্ধে ‘ব্যাজবল’ শৈলী প্রয়োগ করে তার জন্য তিনি অপেক্ষা করে আছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে প্যাট কামিন্সের নেতৃত্বে অজি পেসাররা পরপর ভারতের উইকেট ফেলতে থাকেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রানের জবাবে ভারত ৬ উইকেটে ১৫১ রানে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শেষ করে। এই ফাইনাল ম্যাচের পরেই শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দৌরাত্ম্য।
এই বিষয়ে অজিবাহিনীর প্রাক্তন অধিনায়ক স্টিভ বলেন, 'লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের অতি আক্রমণ পন্থা এখনও আমাদের বিরুদ্ধে প্রয়োগ হয়নি। বাজবল পন্থা যখন প্রথম শুরু হয় তখন আমি বলি এটা আমাদের বিরুদ্ধে কিভাবে কাজ করে তা দেখতে চাই। আমি সবসময় বলে থাকি এই ধরনের উইকেটে ইংল্যান্ডের এই পন্থা কার্যকর করা খুব একটা সহজ নয়। এই কৌশল অন্যান্যদের বিরুদ্ধে কাজে দিয়েছে। আমরা দেখব এটা কিভাবে কাজ করে। তবে আমি অবশ্যই বলতে চাই ইংল্যান্ড যেভাবে গত বছর খেলেছে তা সত্যিই অসাধারণ। তবে হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এই কৌশল কিভাবে কার্যকর হয় তা দেখার জন্য অপেক্ষা করব।'
গত বছর অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ম্যাককালাম লাল বলের ক্রিকেটে ‘ব্যাজবল’ পদ্ধতি অবলম্বন করার পর থেকে ইংল্যান্ড তাদের ১৩টি টেস্টের মধ্যে ১১টি জিতেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টনে। অ্যাসেজ সিরিজের ২২ বছর পর স্টিভ ইংল্যান্ডে এই সিরিজ জেতার আশা প্রকাশ করেছেন। এই সিরিজ খেলতে নামার আগে স্মিথ টেস্ট ক্রিকেটে তাঁর ৩১তম টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। তার মধ্যে সাতটি করেন ইংল্যান্ডে। ২০১৯ সালে ইংল্যান্ডে ৭৭৪ রানের অসাধারণ সিরিজ খেলেছেন। শেষ চারটি টেস্ট ম্যাচের মধ্যে তিনটিতেই করেছেন সেঞ্চুরি। তাঁর এই ফর্ম চাপে রাখছে ইংল্যান্ডকে।
এই বিষয়ে স্মিথ বলেন, 'আউট হওয়ার আগে পর্যন্ত কিছু চ্যালেঞ্জিং বোলারদের বিপক্ষে অনেকটা সময় কাটাতে পেরে বেশ ভালই লাগছে। আমি এই খেলা থেকে অনেক আত্মবিশ্বাস গড়ে তুলব এবং আশা করছি সফলভাবে বাকি খেলা খেলতে পারব। আমি ইংল্যান্ডে এসে খেলাটাকে খুবই উপভোগ করছি। এছাড়াও এখানে রান করতে পেরে খুবই ভালো লাগছে।'