বাংলা নিউজ > ময়দান > ‘অস্ট্রেলিয়ায় এই পিচ পাব না’, দল গঠন নিয়ে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা ইনজামামের

‘অস্ট্রেলিয়ায় এই পিচ পাব না’, দল গঠন নিয়ে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা ইনজামামের

ইনজামাম উল হক এবং পাকিস্তান টিম।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান পরপর দু'টি একদিনের ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা অবশ্য শান মাসুদকে দলে না রাখা নিয়ে সমালোচনা করছেন। জয়ের পর এমন কী প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও বিতর্কে যোগ দেন।

মুলতানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের সঙ্গে সঙ্গে পাকিস্তান সিরিজও জিতে নেয়। এটি এখন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দশম ওয়ানডে সিরিজ জয়। বাবর আজম ব্যাট হাতে আবার জ্বলে ওঠেন। ৭৭ রান করেন তিনি। এবং ইমাম-উল-হক ৭২ রান করে পাকিস্তানকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৫-এ পৌঁছে দেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে গুটিয়ে যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান পরপর দু'টি একদিনের ম্যাচে জয় পেয়েছে। তার পরেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। শান মাসুদকে দলে না রাখা নিয়ে চলছে তীব্র সমালোচনা। এমন কী প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও বিতর্কে যোগ দেন। ইনজামামও তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োতে শান মাসুদকে দলে না রাখা নিয়ে সরব হয়েছেন।

আরও পড়ুন: গ্লাভস পরে ফিল্ডিং পাক অধিনায়কের, যার জেরে ওয়েস্ট ইন্ডিজ পেয়ে গেল অতিরিক্ত ৫ রান

আরও পড়ুন: পিছিয়েই চলেছে ভারত, উইন্ডিজকে হারিয়ে ICC সুপার লিগ টেবিলে চার উঠে এল পাকিস্তান

ইনজামাম বলেছেন, ‘আপনি যখন পাকিস্তানের ব্যাটিংয়ের কথা বলেন, আমি মনে করি ৫ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন এবং সেখানে একজন উপযুক্ত ব্যাটসম্যানকে খেলানো উচিত। আমরা এখন মহম্মদ হ্যারিসকে খেলাচ্ছি। ও একেবারে নতুন। আর একজন তরুণের জন্য এই পজিশনে খেলা কঠিন। আমাদের ওকে আত্মবিশ্বাস দেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে, আমি মনে করি না, ওকে খেলানো ঠিক হচ্ছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমি বিশ্বাস করি, এই সমস্যা টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ক্ষেত্রেই থেকে যায়। শান মাসুদ দুর্দান্ত পারফর্ম করছে, ও একজন বুদ্ধিমান ক্রিকেটার। আমরা যদি ওকে ৫ নম্বরে চেষ্টা করি, তবে ও আরও ভালো পারফর্ম করার সুযোগ পাবে। এমনকি খুশদিল শাহের মতো খেলোয়াড়রাও তার থেকে উপকৃত হবে। আমাদের রিজওয়ান আছে ৪ নম্বরে, আর শান যদি ৫ নম্বরে খেলত, তা হলে ওদের ভূমিকা হবে লোয়ার-মিডল অর্ডারে খেলা শেষ করা।’

ইনজামাম এর সঙ্গেই যোগ করেছেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়ায় যাব, এই ধরনের পিচ পাব না। আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার। সুতরাং, আমাদের এই বিষয়ে ভাবতে হবে।’

বন্ধ করুন