কিছুদিনের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছিলেন কুস্তিগীর বিক্রম পারখি। বিয়ের তারিখও তারিখও ঠিক হয়ে গিয়েছিল কুমার মহারাষ্ট্র কেশরির। তবে নিয়তি লিখেছিল অন্য কিছু। মুলশির জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগীর বিক্রম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুধবার যথারীতি অনুশীলনে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই তাঁর শরীর খারাপ হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে কিছুদিন পরেই বিক্রমের বিয়ের কথা ছিল। বিক্রমের মৃত্যুতে কুস্তি জগতে শোকের ছায়া নেমে এসেছে।
১২ ডিসেম্বর বিক্রমের বিয়ে হওয়ার কথা ছিল
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিক্রম পারখি। কুস্তি মাঠে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে নিজের নাম তৈরি করেছিলেন বিক্রম। মুলশি গ্রামের এই কুস্তিগীর ৩০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। ১২ ডিসেম্বর বিক্রমের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পার্থিব জীবনের আঙিনায় নামার আগেই জীবনের আঙিনায় তার হৃদয় ভেঙে গেল।
আরও পড়ুন… IND vs AUS 2nd Test: সুন্দর নাকি অশ্বিন, হর্ষিত না আকাশদীপ? ভারতীয় দলে কি একাধিক পরিবর্তন হতে চলেছে?
বিক্রম পারখি কুমার মহারাষ্ট্র কেশরী সহ অনেক পদক জিতেছেন
বিক্রম পারখি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিরোপা জিতেছেন। বিক্রমের অনেক আখড়া জয় করার ক্ষমতা ছিল, কিন্তু নিয়তি তা মেনে নেয়নি। অনেক কুস্তিগীরকে পরাজিত করা বিক্রম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে গোটা মুলশি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
বিক্রম মহারাষ্ট্র রাজ্য কুমার চ্যাম্পিয়নশিপ রেসলিং টুর্নামেন্ট জিতেছেন
কুস্তিগীর বিক্রম পারখি, যিনি মুলশির ছেলে ছিলেন, কুমার মহারাষ্ট্র কেশরী পদে নিজের নাম খোদাই করে সম্মানের গদা পাওয়ার কীর্তি অর্জন করেছিলেন। ওয়ারজেতে মহারাষ্ট্র রাজ্য কুস্তিগির পরিষদ আয়োজিত ২০১৪ সালের মহারাষ্ট্র রাজ্য কুমার চ্যাম্পিয়নশিপ রেসলিং টুর্নামেন্টে বিক্রম জিতেছিলেন। এছাড়াও বিক্রম অনেক জাতীয় পদক এবং শিরোপা জিতেছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পর্যায়ে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হিন্দকেশরী কুস্তিগীর অমল বুচদে এবং বিক্রম পারখির মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক ছিল। বিক্রমের বাবা শিবাজিরাও পারখি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। যিনি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াই করেছিলেন। বাবা সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করেছিলেন। ছেলের মৃত্যুতে পরিবারও হতাশায় ডুবে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।