বাংলা নিউজ > ময়দান > এমন শট তো গলি ক্রিকেটে দেখা যায়, সুপার স্ম্যাশে স্মিথের অদ্ভুত ছক্কার ভিডিয়ো দেখুন

এমন শট তো গলি ক্রিকেটে দেখা যায়, সুপার স্ম্যাশে স্মিথের অদ্ভুত ছক্কার ভিডিয়ো দেখুন

অদ্ভুত শট স্মিথের। ছবি- স্ক্রিনগ্র্যাব।

জেকব ডাফির বলে অদ্ভুত শটে ছক্কা হাঁকান ওয়েলিংটনের স্মিথ।

পাড়ার মাঠে বা গলি ক্রিকেটে ক্যাম্বিস বলে যেরকম শট খেলতে দেখা যায় ব্যাটসম্যানদের, এবার প্রথমসারির টি-২০ লিগে দেখা গেল ঠিক তেমনই অদ্ভুত শট। সুপার স্ম্যাশে এমনই উদ্ভাবনী শটে ছক্কা হাঁকাতে দেখা গেল ওয়েলিংটনের ন্যাথন স্মিথকে।

রিভার্স স্যুইপ, সুইচ হিট, আপার কাট, হেলিকপ্টার শট, স্কুপ শট, টি-২০'র সুবাদে ক্রিকেটে নিত্য নতুন শট এখন অতি পরিচিত হয়ে দাঁড়িয়েছে। তবে স্মিথ যে শটটিতে জেকব ডাফির বল উইকেটকিপারের পিছন গিয়ে বাউন্ডারির বাইরে ফেললেন, তাকে ঠিক কীভাবে বর্ণনা করা হবে, তা বুঝে ওঠা মুশকিল।

আসলে ১৯.১ ওভারে ডাফি বোলিং রান-আপে দৌড়নোর সময়েই স্মিথ ব্যাট সামনে পেতে ঝুঁকে দাঁড়ান। পরে মাথর উপর দিয়ে বলটিকে পিছন দিকে উলটে দেন। বল উইকেটকিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে পড়ে। ছয় রান সংগ্রহ করেন স্মিথ।

ম্যাচে ওটাগোকে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে পরাজিত করে ওয়েলিংটন। প্রথমে ব্যাট করতে নেমে ওটাগো নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। আনারু কিচেন ৫৪ রান করেন। ১৭ রানে ২টি উইকেট নেন জিমি নিশাম। জবাবে ব্যাট করতে নেমে ওয়েলিংটন ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। টিম রবিনসন করেন ৬৫ রান। ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন স্মিথ।

বন্ধ করুন