ত্রিনিদাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের সুযোগ ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে। দল জিতলে সিরিজে সমতা ফেরাতে পারতেন নিকোলাস পুরানরা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্সের ফলে ম্যাচের পাশাপাশি সিরিজও দখল করে ধাওয়ান অ্যান্ড কোম্পানি। ম্যাচের পর ক্যারিবিয়ান দলের অধিনায়ক নিকোলাস পুরান তাদের এই হারের কারণ জানালেন। কী কারণে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল, তার ব্যাখ্যা দিলেন পুরান।
আরও পড়ুন… IPL-এ আমরা এটাই করি-ম্যাচের সেরা হয়ে ভাবলেশহীন অক্ষর প্যাটেল
ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের দলের দায়িত্ব নেওয়া নিকোলাস পুরান বেশ হতাশ ছিলেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শেষে হারের কারণ ব্যাখ্যা করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেন, ‘নিশ্চিতভাবেই, শেষ কয়েকটা ওভার আমরা আমাদের স্নায়ু ধরে রাখতে পারিনি। শেষ ৬ ওভারেই আমরা হেরে গেছি। আমরা অনুভব করেছি একজন স্পিনারকে আঘাত করা সহজ। খেলাটি জিততে আমাদের শুধু একটি উইকেট দরকার ছিল কিন্তু অক্ষর সত্যিই ভালো খেলেছে।’
আরও পড়ুন… IPL-এ আমরা এটাই করি-ম্যাচের সেরা হয়ে ভাবলেশহীন অক্ষর প্যাটেল
৩১১ রান করেও ম্যাচের শেষ ওভারে ২ উইকেটে এই ম্যাচ হারতে হয়েছে। একই সঙ্গে নিজের একশোতম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পেরে হতাশ হবেন শাই হোপও। ম্যাচ শেষে শাই হোপ সম্পর্কে অধিনায়ক নিকোলাস পুরান বলেন, ‘তার (হোপস) ১০০তম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া অসাধারণ ছিল। ব্যাটিং গ্রুপে আমরা ব্যতিক্রমী কাজ করেছি। আমরা সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছি। আমরা সত্যিই ম্যাচটা জিততে চেয়েছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।