শুভব্রত মুখার্জি: ২২ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে ভারতের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতেই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই ক্যারিব ব্যাটারদের কাছে 'সরল' অথচ কঠিন অনুরোধ করে বসলেন দলের হেগ কোচ ফিল সিমন্স। উল্লেখ্য ঘরের মাঠে বাংলাদেশ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিমন্সের দাবি স্পষ্ট ৫০ ওভার ব্যাট কর। আর শতরান কর তাহলেই হবে।
প্রসঙ্গত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দল ওয়ানডেতে মোট ৩৯টি ইনিংস খেলেছে যার মধ্যে মাত্র ৬ বার তারা পূর্ণ ৫০ ওভার ব্যাট করতে সমর্থ হয়েছে। নিজেদের ঘরের মাঠে ও তারা ৮টি ওয়ানডে ম্যাচ খেলে এই বছর ৭টি ম্যাচেই হারের মুখ দেখেছে। ২০১৯ সাল থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ হিসেবে রয়েছেন ফিল সিমন্স। তিনি বলেন 'যত ভালো উইকেট আমরা পাব তত আমাদের ব্যাটার এবং বোলারদের ক্ষেত্রে সুবিধা হবে। কয়েকজন ক্রিকেটারকে নিয়ে এই মুহূর্তে আমাদের কথাবার্তা হয়েছে। প্রতিদিন আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ের উন্নতি হয়েছে। ফিল্ডিং নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি এবং এই বিষয়ে যথেষ্ট উন্নতি ঘটিয়েছি।'
সিমন্স আরও বলেন 'অনেকেই বলতে পারেন আমাদের বোলারদের আরও বেশি উইকেট নেওয়ার দরকার ছিল। তবে ওই উইকেটে আমরা যখন ফিল্ডিং করেছি তখন উইকেট অনেক বেশি ভালো হয়ে যাওয়াতে তা সম্ভব হয়নি। কারণ উইকেটের উপর দ্বিতীয়বার রোলার চলেছে। আগের থেকে উইকেট অনেক শুকিয়েও গিয়েছে। তবে আমাদের রান আটকে আরও বেশি উইকেট নেওয়ার বিষয়ে মনোযোগী হতে হবে। এভাবেই আমরা রানটাকে চেপে রাখতে পারব। আর আমাদের গোটা ৫০ ওভার ব্যাট করতে হবে। তাহলেই আমরা ম্যাচ জিততে পারব।'