বাংলা নিউজ > ময়দান > ICC ODI WC 2023: ফের জাতীয় দলে ফিরবেন রাসেল-নারিনরা? 'বনবাস' কাটাতে মরিয়া WI কোচ

ICC ODI WC 2023: ফের জাতীয় দলে ফিরবেন রাসেল-নারিনরা? 'বনবাস' কাটাতে মরিয়া WI কোচ

আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। ছবি- টুইটার 

আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনদের জাতীয় দলে ফেরানোর উদ্যোগী হলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি।

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ভালো করার জন্য নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। এক সময়ে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো ওয়েস্ট ইন্ডিজও নিজেদের মতো করে প্রস্তুতি সারছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের তারকা ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে না খেলা। নিজেদের বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলেন না আন্দ্রে রাসেলরা। এইবার সেই বরফ গলানোর চেষ্টা করলেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের নবনিযুক্ত কোচ ড্যারেন স্যামি।

শিমরন হেটমেয়ার, এভিন লুইস, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনদের জাতীয় দলের ফিরিয়ে আনার জন্য তাদের সঙ্গে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। কিছুদিনের মধ্যেই জিম্বাবোয়েতে এই বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ শুরু হতে চলেছে। হেটমেয়ার সেখানে খেলার জন্য ইচ্ছুক তা তিনি ঘোষণা করেছেন। তবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের দল থেকে তিনি বাদ পড়েছেন। কারণ ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট চায় সদ্য দক্ষিণ আফ্রিকায় ভালো ফল করা ক্রিকেটারদের সুযোগ দিতে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-১ ব্যবধানে ওডিআই সিরিজ ড্র করে। তবে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ছিনিয়ে নিয়েছে তারা। এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেন লুইস। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবেন না।

অন্যদিকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল খেলেননি। সুনীল নারিন তার আগে থেকেই জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০১৯ সালের আগস্ট মাসে তিনি শেষবার খেলেছেন জাতীয় দলের জার্সি পরে খেলতে নামেন। তবে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল নারিন জানান, তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার দরজা বন্ধ করে দেননি।

ওয়েস্ট ইন্ডিজের একদিনের কোচ হয়ে সাংবাদিক সম্মেলনে এসে স্যামি বলেন, 'যেসব ক্রিকেটাররা আঞ্চলিক ক্রিকেট খেলে তারা সকলেই জাতীয় দলের হয়ে খেলার জন্য রাজি রয়েছে। অন্যদিকে আমি শিমরন হেটমেয়ার এবং এভিন লুইস দু'জনের সঙ্গে কথা বলেছি। আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বুঝেছি তাদের কিছু অভিযোগ আছে। সেই সঙ্গে রয়েছে যোগাযোগের অভাবও। আমি মনে করি আমাদের যোগাযোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ করার কথাটা শুনতে ভালো লাগলেও করাটা খুবই কঠিন। আমরা যদি স্পষ্ট যোগাযোগ করতে পারি, তাহলে একজন ক্রিকেটারকে আরও ভালোভাবে চেনা যায়। আর তাই আমি হেটমেয়ার এবং লুইসদের সঙ্গে পরিকল্পনা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাকে নিয়ে কথা বলেছি।'

এখানে না থেমে তিনি আরও যোগ করেন, 'আমি জানাতে চাই যে আমাদের এই কথাবার্তা নির্বাচক হয়েছে। আমি রাসেল এবং সুনীলের মতো ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছি। এটা জানা দরকার যে ওরা জাতীয় দলের হয়ে কি ভাবছে। কারণ এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ওরা অংশগ্রহণ করে।'

ড্যারেন স্যামি এর আগে সিপিএল এবং পিএসএলের মত জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের দায়িত্ব সামলেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি প্রথম কোচের দায়িত্ব পালন করতে চলেছেন। ড্যারেন সামির অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। এবার দেখার বিষয় অধিনায়কের মতো কোচিংয়ের দায়িত্ব তিনি কতটা সাফল ভাবে সামলাতে পারেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.