শন মার্শ শেষ পর্যন্ত সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন। তিনি গত ২২ বছর ধরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জার্সিতে শেফিল্ড শিল্ডে খেলেছেন। এ বার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন শন মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে মার্শ ৩৮টি টেস্ট খেলেছেন। করেছেন ২২৬৫ রান
শন মার্শ ২০০১ সালে ১৭বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক হয়। জুন মাসে তাঁর ৪০ হয়। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি ফরম্যাটেই খেলেছেন শন মার্শ। তাঁর প্রথম-শ্রেণীর ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরি সহ ১২,০০০-এর বেশি রান রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রয়েছে মার্শের দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ১২ হাজার ৩২ রান করেছেন তিনি।
গত গ্রীষ্মে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে শেফিল্ড শিল্ডে নেতৃত্ব দিয়েছিলেন। সে বারই প্রথম তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
বেশ কিছু দিন ধরেই চোটে জর্জরিত ছিলেন মার্শ। এই গ্রীষ্মে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছিলেন তিনি। আর এই চোটের কারণেই মূলত এই মরশুম শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: CSK, DC শিবির শুরু করলেও KKR- এর ক্যাম্প ২১ মার্চ থেকে, সুযোগ পাবে বাংলার ছেলেরা
বাঁহাতি এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসটি ২১৪ রানের। ২০০৯ সালে ভিক্টোরিয়ার বিপক্ষে অপরাজিত এই ইনিংস খেলেছিলেন মার্শ। শন মার্শ টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ইনিংসটি ছিল ১৪১ রানের।
ক্রিকেট মিস করবেন সেটা নিশ্চিত ভাবেই জানেন মার্শ। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন মার্শ। তিনি মনে করেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এটিই সঠিক সিদ্ধান্ত। বারবার চোট আঘাতে মানসিক এবং শারীরিক ভাবেও তিনি ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: WTC ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর
শন মার্শ অবসরের ঘোষণা করে বলেছেন, ‘যদিও এই সিদ্ধান্তটি কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। এই বিষয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। এমন কী বাবা এবং ভাইদের সঙ্গেও আলোচনা করেছি। আমি জানতাম যে, সঠিক সিদ্ধান্তটি নিতেই হবে। এটা দারুণ একটি সফর ছিল, আমি স্বপ্নেও ভাবিনি যে, এখানে আমি ২২ বছর খেলব।’
অবসরের পর কি করবেন সেই পরিকল্পনাও করে রেখেছেন শন মার্শ। তিনি জানিয়েছেন, পরিবারকে সময় দেবেন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের জন্য পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারই প্রতিদান দিতে চান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
তিনি বলেওছেন, ‘মানসিক ভাবে এবং শারীরিক ভাবে আমি ভেঙে পড়েছি এবং আমি জানি, এটা আমার জন্য, আমার দলের জন্য এবং পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত। আমি বিরতিটা উপভোগ করব এবং পরিবারের সঙ্গে সময়য়টা কাটাতে চাইব। ওরা আমার জন্য আমার খেলার জন্য অনেক কিছু ত্যাগ করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।