শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। ৫ অক্টোবর হরিয়ানায় রয়েছে বিধানসভার নির্বাচন। তার আগে এই দুই কুস্তিগীরের হাত শিবিরে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন কংগ্রেসে যোগদানের পরেই ভিনেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে কংগ্রেস। এনিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বক্সিং ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং একহাত নেন ভিনেশ এবং বজরংকে। তাঁর মতে এই দুই বক্সিং তারকা এবং কংগ্রেস দেশের সঙ্গে দেশদ্রোহীতা করেছেন। তিনি আরও দাবি করেন, ‘এই দু’জন কুস্তিগীরের জন্যই অলিম্পিকের ৬টি পদক হাতছাড়া হয়েছে’।
বক্সিং ফেডারেশনের সভাপতি ভিনেশ এবং বজরংকে কংগ্রেসের ‘পেয়াদা’ বলে আক্রমণ করেন। তিনি বলেন, ‘দিল্লির বুকে যেই আন্দোলন করা হয়েছে সেটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল। যার ফলস্বরূপ দেশকে ভারী মূল্য চোকাতে হল’। সঞ্জয় সিং বলেন, ‘হয়তো তাঁরা আজ কংগ্রেসে যোগ দিয়েছে ঠিকই। কিন্তু এর পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। তাঁরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দিল্লিতে আন্দোলন করেছিলেন, সেটা আজ স্পষ্ট হল’। তিনি প্রশ্ন তোলেন রাজনীতি করার হলে কেন কুস্তিকে বদনাম করল, রাজনীতি করার হলে সরাসরি রাজনীতিতে যোগ দিতে পারতেন। তাঁদের জায়গায় অন্য কোনও যোগ্য ক্রীড়াবিদ অলিম্পিকের মঞ্চে যেতে পারতেন।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কংগ্রেস দলে যোগ দেন কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। এরপরই কংগ্রেসের তরফে ভিনেশকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জুলানা আসন থেকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এবছর প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কুস্তিগীর হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু ফাইনালে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে বাতিল ঘোষণা করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। যদিও সেই বিষয় নিয়েও শুরু হয় রাজনীতি। অনেকে বলতে থাকেন তাঁর এই বাতিল হওয়ার পিছনে কেন্দ্রের শাসক দলের অন্তর্ঘাত রয়েছে। এদিন রাজনীতিতে যোগ দেওয়ার আগে রেলের চাকরি থেকেও ইস্তফা দেন ভিনেশ। অন্যদিকে বজরং নির্বাচনের টিকিট না পেলেও তাঁকে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ্য, ৫ অক্টবর এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে হরিয়ানায়। মোট ৯০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ তারিখ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।