বাংলা নিউজ > ময়দান > বোলারদের অপমান করা হচ্ছে- জাম্পার রানআউট করা নিয়ে হাসির মন্তব্যে চটেছেন অশ্বিন

বোলারদের অপমান করা হচ্ছে- জাম্পার রানআউট করা নিয়ে হাসির মন্তব্যে চটেছেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন এবং অ্যাডাম জাম্পা।

জাম্পা ইনিংসের শেষ ওভারে বল করতে যান। ব্যাট করছিলেন রেনেগেডসের ম্যাকেঞ্জি হার্ভে। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন থমাস রজার্স। বল করার সময় রজার্সকে মানকাডিং আউট করেন জাম্পা। ক্রিকেটের নিয়মে পরিষ্কার আউট। জাম্পা যখন উইকেট ভাঙেন, তখন ক্রিজের অনেকটা বাইরে ছিলেন রজার্স। তবে তৃতীয় আম্পায়ার আউট দেননি।

অ্যাডাম জাম্পার মানকাডিং আউট নিয়ে বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে। এ বার সেই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যিনি নিজেও আগে মানকাডিং আউট করে বিতর্কে জড়িয়েছিলেন।

মঙ্গলবার বিগ ব্যাশ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টারস এবং মেলবোর্ন রেনেগেডস। প্রথমে বল করছিল স্টারস। দলের স্পিনার অ্যাডাম জাম্পা ইনিংসের শেষ ওভারে বল করতে যান। ব্যাট করছিলেন রেনেগেডসের ম্যাকেঞ্জি হার্ভে। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন থমাস রজার্স। বল করার সময় রজার্সকে মানকাডিং আউট করেন জাম্পা।

আরও পড়ুন: আমি বোলার হলে ওর খেলায় দুঃখ পেতাম, T20-তে ও সেরা- সূর্যের প্রেমে ডুবে হার্দিক

ক্রিকেটের নিয়মে পরিষ্কার আউট। জাম্পা যখন উইকেট ভাঙেন তখন ক্রিজের অনেকটা বাইরে ছিলেন রজার্স। সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন মাঠের আম্পায়ার। বেশ কয়েক বার রিপ্লে দেখার পরে রজার্সকে নট আউট দেন তৃতীয় আম্পায়ার। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান জাম্পা। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

কিন্তু এই ঘটনার পরে হাসি জানান, আম্পায়ার আউট দিলেও তাঁরা আবেদন ফিরিয়ে নিতেন। কারণ, তাঁরা মনে করেন, এ ভাবে কোনও ব্যাটারকে আউট করা উচিত নয়। হাসির এই মন্তব্যেই চটেছেন অশ্বিন।

আরও পড়ুন: কুকুরের প্রাতঃরাশের মতোই খারাপ- PAK vs NZ ম্যাচ সময়ের আগে শেষ হওয়ায় বিরক্ত নিশাম

ভারতীয় দলের তারকা স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি এ কথা মানি না। যদি আবেদন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হত, তা হলে তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টা যাওয়ার আগেই সেটা বলতে হত। আর কেনই বা আবেদন ফিরিয়ে নেওয়া হবে? বোলার রান আউট করেছে। এ ভাবে আউট নিয়মে রয়েছে। বোলার বা অধিনায়ক কিছু বলছে না। তা হলে কোচের নাক গলানোর কী দরকার? এই মন্তব্য করে বোলারদের অপমান করা হচ্ছে।’

অশ্বিনের দাবি অনুযায়ী, এই আউটের ক্ষেত্রে মোটেও বোলাররা দোষী নন। আসল দোষ, নন স্ট্রাইকার জোনে যে ব্যাটার রয়েছেন তাঁরই। ভারতের তারকা স্পিনারের স্পষ্ট বক্তব্য, ‘আমি এ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, সবাই বোলারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, কেউ দেখছে না, বল করার আগেই ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে দোষী ব্যাটার। কিন্তু কেউ সে দিকে তাকাচ্ছে না। সবাই বোলারকে নিয়ে পড়েছে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের আইপিএলের ম্যাচে রাজস্থানের ব্যাটার জস বাটলারকে মানকাডিং আউট করেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক অশ্বিন। সেই ঘটনা নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের? রেললাইনের উপর সিমেন্টের বিরাট ব্লক, ছুটে আসছিল মালগাড়ি…পুজোর আগে নাশকতার ছক? ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, ছাত্র মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি ‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের Zimbabwe Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.