মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ১৮৭ রানের টার্গেট তাড়ায় ৪ উইকেটে ১২৮ রান করেছিল বাংলাদেশ। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল টাইগাররা।
দলের নিশ্চিত পরাজয় জেনেও শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জয় উপহার দেন মেহেদি হাসান মিরাজ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখেই এক উইকেটের জয় পায় বাংলাদেশ। রবিবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজ। সাড়ে সাত বছর পর ভারতকে এক দিনের ক্রিকেটে হারানোর মূল কারিগর হয়েছেন। ৩৯ বলে ৩৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। একা লড়াই করে গেলেন মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে। ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে যাননি তিনি। তাঁর লড়াইয়ের পর মেহেদি জানালেন যে, তিনি মুস্তাফিজুরকে কী বলেছিলেন?
প্রথমে বল করে ভারতকে ১৮৬ রানে আটকে রাখে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান একাই তুলে নেন ৫ উইকেট। কিন্তু তার পরেও বল হাতে বাংলাদেশকে এক সময় বেকায়দায় ফেলে দিয়েছিল ভারত। মেহেদি বলেন, ‘মুস্তাফিজুর মাঠে নামতে আমি ওকে বলি মাথা ঠান্ডা রাখতে। ২০টা বল খেলতে বলেছিলাম ওকে।’ ম্যাচ জিতে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন মেহেদি। সেটাও জানিয়েছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মেহেদি বলেন, ‘দারুণ লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ। মুস্তসাফিজুরকে বলেছিলাম নিজের উপর বিশ্বাস রাখতে।’
বল হাতে শিখর ধাওয়ানের উইকেটটাও মেহেদি নিয়েছিলেন। সেই প্রসঙ্গে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘বল করতে আমি ভীষণ পছন্দ করি। সকাল বেলা এই উইকেটে ব্যাট করা বেশ কঠিনই ছিল। তাই বল করতে আরও ভালো লেগেছে। এই পারফরম্যান্সটা আমার মনে থেকে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।