ঘটনাটা ২০০৮ সালের, তখন প্রথম ভারতীয় দলে জায়গা করেছেন বিরাট কোহলি। মেন ইন ব্লুজের ড্রেসিং রুমে ঢুকতেই তাঁর যেন স্বপ্ন পূরণ হয়েছিল। সেই সময় দলে ছিলেন তাঁর প্রিয় তারকা ক্রিটেকাররা। এমন সময় হঠাৎ সচিনকে সামনে দেখতে পান বিরাট। সময়ের অপচয় না করে মাস্টার ব্লাস্টারে পা ধরেছিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক। সেই সময় কিছুই বুঝতে পারেননি সচিন। তিনি কোনও মতে বিরাটকে এমন কাজ করতে মানা করেন। এর পরে সচিন বিরাটকে বহুবার জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি এই রকম কাজ করলেন। কিন্তু বিরাট তাঁকে কোনও দিনও সঠিক উত্তর দেননি।
অবশেষে জানা যায়, বিরাট কোহলিকে এমন কাজ করতে উসকে ছিলেন দলের তিন সদস্য যুবরাজ সিং, ইরফান পাঠান ও মুনাফ পাটেল। বিরাট কোহলি এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন এমন কাজ করার জন্য তাঁকে ভারতের সেই সময়কার তিন তারকা ক্রিকেটার বলেছিলেন।
বহুদিন পরে সেই ঘটনার কথা জানতে পারেন সচিন। তিনি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা তুলে ধরেন, ‘আমি তখন বুঝতে পারিনি ব্যাপারটা কী হচ্ছে। বারবার বিরাটকে জিজ্ঞাসা করতে থাকি, এটা কী করছ তুমি? এরকম কিছু করার দরকার নেই। ড্রেসিংরুমে এই জিনিস হয় না। ও উঠে দাঁড়াতেই দেখি পিছনে দুই সতীর্থ প্রচন্ড হাসাহাসি করছে।’
সচিন জানিয়েছেন এতো দিন পরে জানতে পারি কার উসকানিতে, কেন প্রথম দর্শনেই আমার পা জড়িয়ে ধরেছিলেন কোহলি। তবে ঘটনা যাই হোক, সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির প্রথম দেখা হয়েছিল এভাবেই। এই ঘটনা আজও স্মরণীয় হয়ে রয়েছে। ড্রেসিংরুমে সচিনের সঙ্গে প্রথম বার দেখা হওয়ার পরেই সোজা গিয়ে তাঁর পা জড়িয়ে ধরেন কোহলি। যা আজও ভুলতে পারেননি মাস্টার ব্লাস্টার। পরে জানতে পারেন, গোটাটাই মজার ছলে করা হয়েছে। তবে বিরাট যে এই তালে নিজের স্বপ্ন পূরণ করে নিয়েছিলেন তা তিনি বেশ জানতেন। কারণ নিজের প্রিয় ক্রিকেটারের আশীর্বাদ নিয়েই যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে নেমেছিলেন, তারপর বাকিটা ইতিহাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।