দু'দেশের কূটনৈতিক সম্পর্কের অস্থিরতার জন্যই খেলাধুলো থেকে শুরু করে যে কোনও বিষয়েই হোক না কেন, ভারত-পাক লড়াই আলাদা মাত্রা পায়। বিশেষ করে ক্রিকেটের ময়দানে ভারত-পাক দ্বন্দ্ব সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।
এমনটা নয় যে মাঠের বাইরে দু'দেশের ক্রীড়াবিদদের মধ্যে সম্পর্ক নিতান্ত তিক্ত। বরং মাঠের বাইরে দু'দেশের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে দেখা যায় হামেশাই। তবে অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়া ও আর্শাদ নদিমের বন্ধুত্ব হার মানাবে সব কিছুকেই।
টোকিও অলিম্পিক্সের সময়েই নীরজ বুঝিয়ে দিয়েছিলেন যে, পাক জ্যাভেলিন থ্রোয়ার নদিমের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এবার প্যারিস অলিম্পিক্সে নীরজকে হারিয়ে নদিম সোনা জয়ের পরে ফের সামনে চলে আসে দুই ক্রীড়াবিদের পারস্পরিক সম্ভ্রমের বিষয়টি।
বিষয়টি শুধু নীরজ ও নদিমের মধ্যেই সীমাবদ্ধা নেই। বরং নীরজ ও নদিমের মায়েরাও দুই তারকাকে নিজেদের ছেলের মতোই বিবেচনা করেন। সেটা স্পষ্ট জানিয়েছেন তাঁরা। প্যারিস অলিম্পিক্স অভিযান শেষ করে নীরজ দেশে ফেরার পরে তাঁর সামনে নদিমকে নিয়ে মায়ের মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করা হয়।
নীরজ প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার মা শুরু থেকে গ্রামে থাকেন। গ্রামে বড় হয়েছেন। গ্রামেই বিয়ে হয়েছে। গ্রাম্য পরিবেশেই সারা জীবন কাটিয়েছেন। কোনও সোশ্যাল মিডিয়া নেই, টিভি নেই। তাই মা যা বলেন, মন থেকে বলেন। একজন মায়ের মতো করেই কথা বলেন। উনি আমাদের জন্য প্রার্থনা করেন, সব ভারতীয় অ্যাথলিটদের জন্য প্রার্থনা করেন। তাই মায়ের যা মনে হয়েছে, সেটাই বলেছেন।’
নীরজ পরক্ষণেই ভারত-পাক কুটনৈতিক দ্বন্দ্ব প্রসঙ্গে নিজের মতামত জানান। তিনি স্পষ্ট করে দেন যে, খেলাধুলোর জগৎ সম্পূর্ণ আলাদা। তাঁর কথায়, ‘খেলাধুলোয় দু’দেশের সম্পর্ক তো সব সময়ই ভালো। আমরা একসঙ্গে খেলাধুলো করি। তবে বাইরে যেটা হয়, বর্ডারে যা কিছু ঘটে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। খেলাধুলোর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে মেলামেশা শেখাতে পারি। তবে বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যা ফের সমস্যা তৈরি করে দেয়। আমরা চাই সব কিছু শাস্তিতে থাকুক। তবে বাইরের বিষয়টা আমাদের হাতে নেই।'
আরও পড়ুন:- Paris Olympics: খালি হাতে ফেরায়নি কুস্তি, প্যারিসে কেমন খেললেন ৬ ভারতীয় তারকা?
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নদিম। তিনি ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়ে ফেলেন। নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে রুপোর পদক জিতে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।