শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল-এর ৫১ তম ম্যাচে আমদাবাদের মাঠে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ দিন হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকলেন দর্শকরা। পান্ডিয়া ভাইদের লড়াইতে এ দিন হার্দিকের গুজরাটের কাছে হার স্বীকার করতে হল ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে। প্রসঙ্গত কেএল রাহুল চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে এদিন সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রুণাল। তবে ম্যাচে ৫৬ রানের বিরাট ব্যবধানে হারতে হল তাদের। সুপার জায়ান্টসকে হারানোর পরে উচ্ছ্বসিত হার্দিক পান্ডিয়া জানালেন ছেলেদের থেকে আর কি বেশি চাইব! পাশাপাশি তিনি এটা জানিয়েছেন রশিদের ক্যাচের পরেই ম্যাচটা বদলে যায়।
আরও পড়ুন… IPL-এর ১৫ বছরের ইতিহাসে যা হয়নি তা করে দেখালেন ঋদ্ধি, গিল, ডি'কক ও মেয়ার্স
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, ‘ছেলেদের থেকে এর থেকে আর বেশি আমি কি চাইব! ম্যাচটা ওই ক্যাচটার (রশিদ খানের) পরে একেবারেই বদলে যায়। একটা সময় আমার মনে হয়েছিল ম্যাচটা ভারসাম্যে রয়েছে। যে কেউ জিততে পারে ম্যাচটা। ওই ক্যাচটাই ম্যাচের রঙ পুরো বদলে দেয়। আমরা দুই দলই সেই সময়ে ১০০ কিমি/ঘন্টায় ছুটছিলাম। ওই ক্যাচটাই ওদের (সুপার জায়ান্টসের) গতি রুদ্ধ করে দেয়। ক্যাচটাই ওদের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।’
আরও পড়ুন… RR vs SRH: স্কোর বোর্ডে ২১৪ রান তুলে জয়পুরের মাঠে ইতিহাস গড়লেন বাটলার-স্যামসনরা
পাশাপাশি হার্দিক পান্ডিয়া আরও জানিয়েছেন, ‘ম্যাচের ফলাফল যাই হোক না কেন আমার ভালোবাসা ক্রুণালের প্রতি সবসময় বেশি ছিল আর থাকবেও। ম্যাচটা যদি আরও একটু ক্লোজ হত তাহলে ভালো হত। আমরা ম্যাচ জেতায় খুব খুশি। তবে এটাও ঠিক ম্যাচ থেকে ক্রুণালদেরও বেশ কিছু পজিটিভ নেওয়ার রয়েছে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এ দিন আমদাবাদে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস ২ উইকেট হারিয়ে ২২৭ রানের বিরাট স্কোর তোলে। তাদের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল মারকাটারি ব্যাটিং উপহার দেন। ঋদ্ধি ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন। পাশাপাশি ৫১ বলে ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শুভমন গিল। জবাবে ৭ উইকেটে ১৭১ রানেই থেমে যায় সুপার জায়ান্টসদের ইনিংস। কাইল মেয়ার্স ৪৮ এবং কুইন্টন ডি'কক ৭০ রানের দুটি ঝোড়ো ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।