বাংলা নিউজ > ময়দান > ভবিষ্যতে ভারতীয় দলে বিরাটের ভূমিকা কী হবে? উত্তর দিলেন রোহিত শর্মা

ভবিষ্যতে ভারতীয় দলে বিরাটের ভূমিকা কী হবে? উত্তর দিলেন রোহিত শর্মা

বিরাট কোহলি ও রোহিত শর্মা (ছবি:বিসিসিআই টুইটার)

ভবিষ্যতে ভারতীয় দলে বিরাট কোহলির ভূমিকা কী হতে চলেছে? কয়েকদিন আগেই টি টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই প্রশ্ন উঠছিল ভবিষ্যতে বিরাট কোহলিকে কোন ভূমিকায় ভারতীয় দলে দেখা যাবে। এবার তারই উত্তর দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

ভবিষ্যতে ভারতীয় দলে বিরাট কোহলির ভূমিকা কী হতে চলেছে? কয়েকদিন আগেই টি টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই প্রশ্ন উঠছিল ভবিষ্যতে বিরাট কোহলিকে কোন ভূমিকায় ভারতীয় দলে দেখা যাবে। এবার তারই উত্তর দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। টেস্ট সিরিজে টিমে ফিরবেন। একজন প্লেয়ারের ভূমিকা এক-একটা ম্যাচে এক-একরকম থাকে। রোহিত যা পরিষ্কার করে দিয়ে বলছেন, ‘যখন আপনি ব্যাট করতে নামেন, তখন একরকম ভূমিকা হয়। পরে ব্যাট করতে নামলে আর একরকম। সেই কারণেই এক-একটা ম্যাচে এক-একরকম ভূমিকা থাকে প্লেয়ারদের।’

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা। সেখানে তিনি বলেন, ‘খুব সহজ একটা ব্যাপার। ও টিমে নিজের ভূমিকা যে ভাবে পালন করে এসেছে, ঠিক সে ভাবেই দায়িত্ব নেবে। ও ভারতীয় টিমের অতি গুরুত্বপূর্ণ প্লেয়ার। বিরাট সব সময় একটা প্রভাব তৈরি করে। টিমের দিক থেকে দেখলে ও নির্ভরযোগ্য ক্রিকেটার। এক-একটা ম্যাচে এক-একরকম ভূমিকা থাকে সবার।’ টি-টোয়েন্টি টিমে বিরাটের উপস্থিতি গভীরতা আরও বাড়িয়ে দেবে, নিশ্চিত রোহিত। ‘আমি নিশ্চিত বিরাটকে আবার একই ছন্দে দেখা যাবে। ওর টিমে থাকা মানে অভিজ্ঞতার মাত্রা বেড়ে যাবে।’

ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতীয় টিমকে গুছিয়ে নেওয়ার সময় এসেছে, মনে করছেন রোহিত। আর সেই কারণেই কয়েক জন তরুণকে বিকল্প হিসেবে খাড়া করাটা লক্ষ্য নয়। বরং একটা নতুন প্রজন্মের উপর আরও বেশি ফোকাস করতে হবে। রোহিত বলছেন, ‘একজন বা দু’জন নয়, তরুণ প্রজন্মের সবাইকে তৈরি করতে হবে ধীরে ধীরে। টিমে বোলিং অলরাউন্ডারের কতটা গুরুত্ব, সেটা খুব ভালো করে জানি। তার মানে এই নয় যে, একটা জায়গার জন্য কয়েকজনকে তৈরি করা। টিমের প্রয়োজনে অনেককেই তৈরি রাখতে হবে। তাদের টিমের সঙ্গে সড়গড় করে তুলতে হবে।’ আমিরশাহিতে বিশ্বকাপ জিততে না পারলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছেন রোহিত। ‘আমরা বিশ্বকাপ জিতিনি ঠিকই, কিন্তু এই ফর্ম্যাটে আমরা অত্যন্ত শক্তিশালী টিম। কিছু ফাঁকফোকর আছে, সেটা ভরাট করতে হবে। সতীর্থদের আত্মবিশ্বাসী রাখাটাই সাফল্যের চাবিকাঠি।’

বন্ধ করুন