শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বেরিয়ে যাওয়ার হতাশা তো ছিলই। সেই হতাশায় যেন ঘৃতাহুতি করেছে ভারতের বাংলাদেশ সফরের পারফরম্যান্স। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারতীয় দল। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। এমন আবহে ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে প্রশ্ন করা হয়েছিল সিরিজে হারের পরে ড্রেসিংরুমের কি হাল! যার উত্তরে সাংবাদিককে একেবারে চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন… India predicted XI: রোহিতের জায়গায় খেলবেন কে? রাহুল নামবেন কত নম্বরে? দেখুন ভারতের সম্ভাব্য একাদশ
তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটন সুন্দরকে প্রশ্ন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হার নিয়ে সুন্দরকে প্রশ্ন করেন। এই হারকে অবাস্তব আখ্যা দেন তিনি। পাশাপাশি এই সিরিজ হারের পর ড্রেসিংরুমের অবস্থাও জানতে চান তিনি। সুন্দর জানান, ‘প্রতিটা ম্যাচ আমাদের কাছে একটা সুযোগ। আরও ভালো খেলার সুযোগ। ছন্দে ফেরার সুযোগ আমাদের কাছে। দলগতভাবে উন্নতিই আমাদের লক্ষ্য। আমরা বেশ ভালো ক্রিকেট খেলার চেষ্টা সবসময় করি। যার বিরুদ্ধেই খেলি না কেন উন্নতির চেষ্টা করি। আমাদের মাইন্ডসেটটাই হল সবসময় নিজেদের উন্নতি ঘটানো।’
আরও পড়ুন… Aus vs WI: লড়াই করছেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে, দ্বিতীয় দিনে ম্যাচের রাশ অজিদের হাতেই
প্রসঙ্গত বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে ভারতের জন্য যে পারফরম্যান্স গুলো সবথেকে উল্লেখযোগ্য তাদের মধ্যে রয়েছে ওয়াশিংটন সুন্দর এবং শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স। শ্রেয়স আইয়ার দ্বিতীয় ম্যাচে ভারত রান তাড়া করার সময়তে ৮২ রানের একটি ইনিংস খেলেন। ওই ম্যাচে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭২ রানের। ভারতের ইনিংস ২৬৬ রানেই আটকে গিয়েছিল। শেষদিকে আঙুলের চোট নিয়ে অধিনায়ক রোহিত শর্মা ২৮ বলে ৫১ রানের অনবদ্য একটি ইনিংস খেলেও ভারতকে জয় এনে দিতে পারেননি। ওই ম্যাচেই সুন্দর ১০ ওভার বল করে দেন মাত্র ৩৭ রান। নেন শাকিব আল হাসান, মুশফিকুর রহিম সহ তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।