বাংলা নিউজ > ময়দান > বৃষ্টির সম্ভাবনা আছে, হবে তো ম্যাচ? জানুন কখন কোথায় দেখবেন IND vs IRE দ্বিতীয় T20

বৃষ্টির সম্ভাবনা আছে, হবে তো ম্যাচ? জানুন কখন কোথায় দেখবেন IND vs IRE দ্বিতীয় T20

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ ভারতের।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হলেও ভারত সিরিজ জিতবে। তবে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ নষ্ট করবেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। আর চারটি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ মঙ্গলবার। ডাবলিনে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। টিম ইন্ডিয়া বর্তমানে সিরিজে ১-০ এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে ভারতের একমাত্র লক্ষ্য, আজ আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেওয়া। প্রথম ম্যাচে সাত উইকেটে জিতেছিল ভারত। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টি আবার ভিলেন হতে পারে।

জেনে নেওয়া যাক ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি কোথায় কখন দেখা যাবে? কোন চ্যানেলে দেখানো হবে খেলা? অনলাইনেই বা কোথায় লাইভস্ট্রিমিং?

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি কবে খেলা হবে?

আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৮ জুন মঙ্গলবার।

কখন শুরু হবে খেলা?

ভারতীয় সময়ে রাত ৯টায় (স্থানীয় সময় বিকেল ৪টে) খেলা শুরু হবে। টস হবে ভারতীয় সময়ে রাত ৮টায়।

আরও পড়ুন: আজ কি আর্শদীপ সুযোগ পাবেন? রুতুরাজের বদলে সঞ্জু? কী হবে সম্ভাব্য দল?

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস হার্দিকদের, পিছনে ফেললেন T20 বিশ্ব চ্যাম্পিয়নদের

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি কোথায় হবে?

আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউ-তে।

কোন টিভি চ্যানেল আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি সম্প্রচার করবে?

আয়ারল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি সিক্স এবং সোনি সিক্স এইচডি-তে।

আয়ারল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টির লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

আয়ারল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টির লাইভ স্ট্রিমিং Sony Liv-এ উপলব্ধ হবে। এ ছাড়া এইচটি বাংলায় লাইভ আপডেট পাওয়া যাবে সরাসরি।

বন্ধ করুন