গত বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছেই ফাইনালে হেরে খেতাব হাতছাড়া করেছিল ভারত। এ বার কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে বদলা নেওয়ার পালা। ভারত কি পারবে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। জিততে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। ভারত সেমিফাইনালে উঠলে, তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টানটান উত্তেজনার লড়াই। তার আগে জেনে নিন কোথায়, কখনও দেখবেন কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ: ২৯ জানুয়ারি, ২০২২ (শনিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: কুলিজ ক্রিকেট গ্রাউন্ড (অ্যান্টিগা)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬.৩০-তে শুরু হবে ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস সিলেক্ট ২, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।