বাংলা নিউজ > ময়দান > আর কবে জিতবে ভারত? ICC টুর্নামেন্টে খরা নিয়ে রোহিতদের এক হাত নিলেন ভাজ্জি

আর কবে জিতবে ভারত? ICC টুর্নামেন্টে খরা নিয়ে রোহিতদের এক হাত নিলেন ভাজ্জি

রোহিত শর্মা।

ভারত ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্টে বারবার হতাশই করেছে। ২০১৩-তে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। তার পর থেকেই চলছে খরা। এ বার এই নিয়ে সরব হয়েছেন হরভজন সিং।

ভারত শেষ বার আইসিসি ট্রফি জিতেছে প্রায় এক দশক পার হয়ে গিয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর থেকে ভারত আর কোনও আইসিসি টুর্নামেন্টে সাফল্য পায়নি। তবে চলতি বছরে ভারতের সামনে খরা কাটানোর বড় সুযোগ রয়েছে। এই বছরের শেষের ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। যে কারণে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

ভারত ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্টে বারবার হতাশই করেছে। বিশেষ করে ২০১৭ সালে যেখানে তারা পাঁচটি আইসিসি টুর্নামেন্ট খেলেছে এবং তারা সেই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও পৌঁছেওছিল। তবে তীরে এসে তরী ডোবে। মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক, যাঁর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই সঙ্গে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতকে দিয়েছেন।

আরও পড়ুন: ১০০ শতাংশ ফিট হয়ে খেললে তো ক্যারিয়ারে মাত্র ৫-১০টি টেস্ট খেলতাম- ইন্দোরে ফেরার ইঙ্গিত স্টার্কের

তবে তাঁর নেতৃত্বেই ২০১৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও, শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে যায়। এর পরে তারা ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সেই বছরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারে এবং ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সেই বছরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছিটকে গিয়েছিল।

বিরাট কোহলি তার পর অধিনায়কের দায়িত্ব নেন এবং ভারত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বসে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আবার নিউজিল্যান্ডের কাছে হেরে টিম ইন্ডিয়া। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চূড়ান্ত হতাশ করে। তারা গ্রুপ লিগ থেকেই ছিটকে যায়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হারে। ইংল্যান্ডই গত বার চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: বাপ কা বেটা- মইনের দলের বিরুদ্ধে ছেলের তাণ্ডব, বাবার মতো ছয় মেরে তাক লাগালেন আজম

প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং, যিনি ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তিনি আইসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার কারণ বর্ণণা করতে গিয়ে বলেছেন, ভারত তাদের স্কোয়াডে খেলোয়াড়দের খুব বেশি পরিবর্তন করে। যে কারণে টিম দুর্বল হয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ‘২০১৮-১৯ সালে আমরা দেখেছি যে, খেলোয়াড়দের প্রচুর পরিবর্তন হয়েছে। দীনেশ কার্তিক খেলছিলেন, ঋষভ পন্তও খেলছিলেন… তবে কী ভাবে বড় ম্যাচ জেতা যায়, সেই অভিজ্ঞতার কিছুটা হলেও অভাব ছিল। বড় ম্যাচগুলো সব সময়েই খুব বেশি চাপের হয়। বিশ্বকাপের চাপ দ্বিপাক্ষিক সিরিজের থেকে আলাদা। টুর্নামেন্ট যত বড় হবে, চাপ তত বেশি। খুব কম লোকই আসলে এই ধরনের চাপ নিতে পারে।’

হরভজন বলেছেন যে, ভারতে যে পরিমাণ প্রতিভার প্রাচুর্য রয়েছে, তাতে ভারতের শিরোপা জেতা উচিত। কোনও এক বা দুু'জন প্লেয়ারের উপর নির্ভর না করা উচিত নয়। প্রাক্তন স্পিনার বলেছেন, ‘আমরা বলতাম রোহিত শর্মা ও বিরাট কোহলি রান করলে ভারত জিতবে। তবে এখন আছেন হার্দিক পাণ্ডিয়া। আমাদের এখন আরও খেলোয়াড় আছে (সম্ভাব্য ম্যাচ বিজয়ী) এবং আমি আশা করি, এই প্রবণতা পরিবর্তন হবে। আমাদের যে ধরনের প্রতিভা আছে, আমি মনে করি আমাদের শিরোপা জেতা উচিত। আমাদের যে প্রতিভা আছে তা দিয়ে যদি জিততে না পারো, তাহলে কবে জিতবে?’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.