বাংলা নিউজ > ময়দান > বল হাতে বাইশ গজে কবে ফিরবেন জোফ্রা আর্চার? দিলেন বড় আপডেট

বল হাতে বাইশ গজে কবে ফিরবেন জোফ্রা আর্চার? দিলেন বড় আপডেট

বল হাতে জোফ্রা আর্চার (ছবি-রয়টার্স) (REUTERS)

জোফ্রা আর্চার আরও লিখেছেন, ‘যেমন অবস্থায় পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে কিছুই পরিবর্তন হয়নি এবং আমি এখনও মাঠে ফিরে আসার চেষ্টা করছি। আমায় সেপ্টেম্বরের মধ্যে বল করতে হবে, যাতে আমি শীঘ্রই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারি। ভুলে গেলে চলবে না যে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।’

ইংল্যান্ডের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। দলের পেসার জোফ্রা আর্চার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়তো ফিরতে পারেন। ফেরার আশা দিয়েছেন আর্চার। ইংল্যান্ডের এই বোলার ২০২১ সালের মার্চ থেকে ইংল্যান্ডের হয়ে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তার কনুইয়ের একটি পুরনো চোট সারাতে তাকে দুটি অপারেশন করতে হয়েছে। এই কারণে আর্চার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ খেলতে পারেননি এবং এখনও সুস্থ হয়ে ওঠার পর্যায়ে রয়েছেন।

জোফ্রা আর্চার এই গ্রীষ্মে টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে ফিরতেন। কিন্তু তার পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সিজন থেকে বাদ পড়েন আর্চার। তবে, জোফ্রা তার সুস্থ হওয়ার বিষয়ে উচ্ছ্বসিত। জোফ্রা আর্চার জানিয়েছেন যে তিনি সেপ্টেম্বরে ফিরে আসতে পারেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরের মধ্যে ফিট হয়ে গেলে মেগা ইভেন্টে খেলতে পারবেন জোফ্রা আর্চার।

আরও পড়ুন… ‘সময়ের আগে’ সেরে উঠছেন আর্চার, তাহলে কি এ বছরেই মাঠে নামবেন জোফ্রা?

ডেইলি মেইলের জন্য নিজের কলামে, জোফ্রা আর্চার লিখেছেন, ‘এটি আমার পিঠে দ্বিতীয় স্ট্রেস ফ্র্যাকচার। এটি মেরুদণ্ডের ডান দিকে হয়েছে, যদিও গত বছরে এটা বাম দিকে ছিল। গত ডিসেম্বরে আমার কনুইতে অস্ত্রোপচার করা হয়েছিল। সেটা এখন ঠিক আছে। অবশ্যই, মনে হচ্ছে এটা একটার পর একটা ঘটনা হয়ে চলেছে। কিন্তু আমি এই পর্যায়ে খুব বেশি হতাশ নই। কারণ আমি অনেক দিন আগে ক্রিকেট থেকে দূরে ছিলাম। যদি আমি খেলতাম এবং ইনজুরিতে পড়তাম তাহলে বিষয়টা খুব কঠিন হয়ে উঠত।’

আরও পড়ুন… ‘সময়ের আগে’ সেরে উঠছেন আর্চার, তাহলে কি এ বছরেই মাঠে নামবেন জোফ্রা?

জোফ্রা আর্চার আরও লিখেছেন, ‘যেমন অবস্থায় পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে কিছুই পরিবর্তন হয়নি এবং আমি এখনও মাঠে ফিরে আসার চেষ্টা করছি। আমায় সেপ্টেম্বরের মধ্যে বল করতে হবে, যাতে আমি শীঘ্রই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারি। ভুলে গেলে চলবে না যে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।’

বন্ধ করুন