বাংলা নিউজ > ময়দান > ‘দাদি কবে খাওয়াবেন?’ ঘরের ছেলেকে কাছে পেয়ে আবেগে ভাসল রাঁচি, সেঞ্চুরি মিসের দুঃখ ভুললেন ইশান

‘দাদি কবে খাওয়াবেন?’ ঘরের ছেলেকে কাছে পেয়ে আবেগে ভাসল রাঁচি, সেঞ্চুরি মিসের দুঃখ ভুললেন ইশান

রাঁচিতে ভক্তদের সঙ্গে ইশান কিষাণ (ছবি-বিসিসিআই)

বিসিসিআই একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে রাঁচির স্থানীয় তারকা ইশান কিষাণের সঙ্গে ভক্তরা কিভাবে কথা বার্তা বলছেন, কিভাবে ছবি তুলছেন। সেই সময়ে ইশানের হাত দিয়ে পাঠানো শার্দুল ঠাকুরের একটি বিশেষ বার্তাও দেখা যায়। ভক্তদের দেওয়া বিশেষ উপহার নিয়ে শার্দুলের হাতে তুলে দেন ইশান।

রবিবার রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারত জয় পায় এবং সিরিজে ১-১ সমতায় ফিরিয়ে আনে। ম্যাচ শেষে ক্রিকেট ভক্তদের মাঝে পৌঁছে যান ঘরের ছেলে ইশান কিষাণ। ভক্তদের সঙ্গে প্রচুর সেলফি তোলেন তিনি। এবং অটোগ্রাফও দেন। এর পাশাপাশি তিনি তার পরিচিতজন ও আত্মীয়-স্বজনের সঙ্গেও পূর্ণ উষ্ণতার সাথে দেখা করেন। বড়দের পা ছুঁয়ে আশীর্বাদও নেন।

বিসিসিআই একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে রাঁচির স্থানীয় তারকা ইশান কিষাণের সঙ্গে ভক্তরা কিভাবে কথা বার্তা বলছেন, কিভাবে ছবি তুলছেন। সেই সময়ে ইশানের হাত দিয়ে পাঠানো শার্দুল ঠাকুরের একটি বিশেষ বার্তাও দেখা যায়। ভক্তদের দেওয়া বিশেষ উপহার নিয়ে শার্দুলের হাতে তুলে দেন ইশান। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যাচ্ছে।

আরও পড়ুন… জাপান গ্রাঁপি জিতে কেরিয়ারের দ্বিতীয় ফর্মুলা ওয়ানের খেতাব জয় ভারস্টাপেনের

ভিডিয়োতে ইশান কিষাণের সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তাকে তার দিদার মতো মনে হচ্ছে এবং সেই মহিলা ইশান কিষাণকে বলেছেন,‘আমি বলেছিলাম না,আপনি যখন আসবেন,তখন এমন জোরে শট খেলবেন যে আমার বাড়ির কাঁচ ভেঙে যায় যেন,আজকে আপনি সেই কাজটা করলেন।’ইশান তাঁর কথায় হ্যাঁ যোগ করেন। সবাই ইশানের সঙ্গে ছবি তোলেন। ইশান হাঁটতে শুরু করলে বলেন,‘দিদা কখন ঘরের খাবার খাওয়াচ্ছেন।’ প্রশ্নের উত্তরে সেই মহিলা বলেন,‘কবে আসবেন?’

ইশান কিষাণ সেখান থেকে চলে যেতে শুরু করেন,কিন্তু সে খালি হাতে যায় না,তার হাতে একটা কাগজের টুকরো থাকে। যা সে ক্যামেরার দিকে দেখান। সেই কাগজে শার্দুল ঠাকুরের জন্য বিশেষ বার্তা লেখা ছিল। সেই কাগজ সাজঘরে গিয়ে শার্দুলের হাতে তুলে দেন ইশান কিষাণ। সেই কাগজে লেখা ছিল, ‘শার্দুল ঠাকুর ৫৪।এই কাগজটা দেখিয়ে ইশান বলেন, ‘এখানে শুধু আমি ভালবাসা পাচ্ছি সেটা নয়, এখানকার ক্রিকেট ভক্তরা সবাইকে অনেক ভালবাসা দিচ্ছেন।’

আরও পড়ুন… Video: মিলারকে রান-আউট করার চেষ্টায় বল ছুঁড়লেন সিরাজ, ওভারথ্রোয়ে চার রান দিতেই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন

তারপর তিনি একজন ক্রিকেট ভক্তের দেওয়া একটি কাগজের নোট দেখিয়ে বলেন, ‘অনুরাগী বারবার আমাকে অনুরোধ করছিল দয়া করে শার্দুল ঠাকুরকে দিতে। আমি বললাম ইয়ার নিয়ে আয়।’ ইশান কিষাণ বললেন যে আমি শার্দুল ঠাকুরকে একটা বিশেষ নোট দিয়েছি। শার্দুল ঠাকুর তার ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন এবং বুকের সঙ্গে সেই উপহার দেওয়া কাগজ নিয়ে পোজ দিয়েছেন।

বন্ধ করুন
Live Score