বাংলা নিউজ > ময়দান > 'কোথায় যেন আছি আমরা?' লাইভ ইন্টারভিউয়ের মাঝে ওয়াশিংটন ভুলে গেলেন, কোথায় খেলছেন: ভিডিয়ো

'কোথায় যেন আছি আমরা?' লাইভ ইন্টারভিউয়ের মাঝে ওয়াশিংটন ভুলে গেলেন, কোথায় খেলছেন: ভিডিয়ো

ওয়াশিংটন সুন্দর। ছবি- স্ক্রিনগ্র্যাব।

India vs New Zealand: ওয়াশিংটন সুন্দরের 'ব্রেন ফেড' মুহূর্তের মজাদার ভিডিয়ো দেখুন।

ক্রিকেটের মাঠে খেলোয়াড়দের 'ব্রেন ফেড' মুহূর্তের সাক্ষী থাকা অনুরাগীদের কাছে নতুন কিছু নয়। একদা স্টিভ স্মিথের ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ড্রেসিংরুমের সাহায্য চাওয়ার ঘটনার পর থেকে ব্রেন ফেড মুহূর্ত নিয়ে প্রায়শই আলোচনা চলে। তবে কোথায় খেলতে নেমেছেন, কোনও ক্রিকেটারের সেটাই ভুলে যাওয়ার ঘটনা আগে কখনও চোখে পড়েছে কিনা সন্দেহ।

ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময় ঠিক এমনই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। লাইভ ইন্টারভিউ দেওয়ার সময় টিম ইন্ডিয়ার তরুণ অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভুলেই গেলেন, তিনি কোথায় রয়েছেন। এমনকি তিনি ব্রডকাস্টারদের হয়ে সাক্ষাৎকার নেওয়া মুরলি কার্তিককে জিজ্ঞাসাও করে বসেন, তাঁরা কোথায় রয়েছেন। শেষে কার্তিক তাঁকে মনে করিয়ে দেন যে, তাঁরা ক্রাইস্টচার্চে রয়েছেন।

বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। ক্রাইস্টচার্চের ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা ওয়াশিংটনের কাজে লেগেছে কিনা, সে প্রসঙ্গে জানতে চান কার্তিক। কেননা ম্যাঞ্চেস্টারেও একই রকম ঠান্ডায় কাউন্টি ক্রিকেট খেলতে হয়েছিল ওয়াশিংটনকে।

আরও পড়ুন:- Abu Dhabi T10: এখনও ফুরিয়ে যাননি, মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি করে বোঝালেন প্রাক্তন KKR দলনায়ক

জবাব দিতে গিয়ে সুন্দর বলেন, ‘অবশ্যই, ল্যাঙ্কাশায়ারের হয়ে ম্যাঞ্চেস্টারে ভীষণ ঠান্ডায় খেলতে হয়েছিল। একই রকম আবহাওয়া…উমম…(জায়গার নাম মনে করতে না পেরে) আমরা কোথায় যেন রয়েছি?'

কার্তিক মনে করিয়ে দেন যে, তাঁরা ক্রাইস্টচার্চে রয়েছেন। তার পরে ওয়াশিংটন পুনরায় বলেন, ‘হ্যাঁ, ক্রাইস্টচার্চের মতোই আবহাওয়া ছিল ম্যাঞ্চেস্টারে। এটা আমার প্রস্তুতিতে অনেকটা সাহায্য করেছে।’

আরও পড়ুন:- ৬,৬,৬,০,৬,৬: এক ওভারে ৫টি ছক্কায় শাকিবকে চোখে সর্ষে ফুল দেখালেন পুরান

উল্লেখ্য, ক্রাইস্টচার্চের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪৭.৩ ওভারে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। ওয়াশিংটন সুন্দর দলের হয়ে সব থেকে বেশি ৫১ রান করেন। এছাড়া ৪৯ রান করেন শ্রেয়স আইয়ার। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় মাঝপথেই ভেস্তে যায় ম্যাচ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি না খেয়ে ডাক্তারদের সঙ্গে দেখা করতে হাজির ছোট্ট ছাত্রী, কেঁদে ফেললেন শ্রীলেখা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.