বাংলা নিউজ > ময়দান > ICC-র সিদ্ধান্তে প্রশ্ন তোলার তুমি কে- স্টোইনিসের শাস্তি চেয়ে সরব পাক প্রাক্তনী

ICC-র সিদ্ধান্তে প্রশ্ন তোলার তুমি কে- স্টোইনিসের শাস্তি চেয়ে সরব পাক প্রাক্তনী

হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়়ার অভিযোগ আনে স্টোইনিস।

গুঞ্জন রয়েছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফের পাকিস্তানের বোলারের দিকে বল ছোড়ার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে মহম্মদ হাসনাইন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগ করা হল। এ বার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আঙুল তুলেছেন হাসনাইনের দিকে।

দ্য হান্ড্রেডের ম্যাচে সাউদার্ন ব্রেভ এবং ওভাল ইনভিন্সিবেলস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সাউদার্ন ব্রেভ। ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে মিড অফে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টোইনিস।

তবে সাজঘরে ফেরার সময় হাতের ইশারায় দেখাচ্ছিলেন, বল ছুড়েছেন হাসনাইন। অর্থাৎ তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকেছে। অথচ ম্যাচ জুড়ে হাসনাইনের কোনও ডেলিভারিই অবৈধ বলে মনে হয়নি।

আরও পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ স্টোইনিসের, শাস্তি পেতে পারেন অজি তারকাই

তবে স্টোইনিসের ভিডিয়ো ভাইরাল হতে একেবারে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান এবং হাসনাইনের সমর্থকরা তো বটেই, নিরপেক্ষ সমর্থকদের বড় একটি অংশ স্টোইনিসকে তুলোধুনো করছেন এমন আচরণের জন্য।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট তাঁর ইউটিউব চ্যানেলে স্টোইনিসের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘এটা একেবারে বিলো বেল্ট অ্যাকশন। মানে, আইসিসি সদ্য ওঁর (হাসনাইন) অ্যাকশনে ছাড়পত্র দিয়েছে। তা হলে সমস্যা কোথায়? এটা কোন টুর্নামেন্টে করা হয়েছে, সেটা বড় বিষয় নিয়ে নয়। সেটা আইপিএল, পিএসএল বা দ্য হান্ড্রেড হতে পারে। কিন্তু এখানে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। আসল কথা হল, আইসিসি যখন ওকে ছাড়পত্র দিয়েছে, তখন প্রশ্ন তোলার তুমি কে? হাসনাইন ইতিমধ্যে কঠোর তদন্তের অধীনে রয়েছে। কারণ ও সবে মাত্র প্রত্যাবর্তন করেছে।’

আরও পড়ুন: পাক 'সুপার ফাইভ' গুঁড়িয়ে দিতে পারেন ভারতকে, চিনে নিন সেই তারকাদের

সলমন বাট যোগ করেছেন, ‘স্টোইনিস এর থেকে পার পেয়ে গেছে। অন্যরা কিন্তু পার পেতে নাও পারত। কেন ওকে ছেড়ে দেওয়া হচ্ছে? এটা কি মজার বিষয়? খেলোয়াড়রা যদি তাদের সীমা অতিক্রম করে, তবে তাদের শাস্তি হওয়া উচিত।’

গুঞ্জন রয়েছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবার পাকিস্তানের মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ উঠল। এই নিয়ে দ্বিতীয় বার। তরুণ জোরে বোলারের বিরুদ্ধে এ বার অভিযোগ করলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। যাইহোক ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে যায় সাউদার্ন।

গত জানুয়ারিতেও বল ছোড়ার অভিযোগ উঠেছিল হাসনাইনের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একাধিক ক্রিকেটার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একটি ম্যাচে পাক জোরে বোলারকে ‘নো’ ডাকেন আম্পায়ার জেরার্ড অ্যাডোব। পরীক্ষার পর দেখা যায়, হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ নয়। বল করার সময় তাঁর হাত কনুই থেকে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। নির্বাসন হয় হাসনাইনের।

পরে বোলিং অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরেছেন ২২ বছরের জোরে বোলার। এই ম্যাচে অবশ্য হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে ‘নো’ ডাকেননি আম্পায়াররা। কারণ, তাঁর সংশোধিত বোলিং অ্যাকশনকে মান্যতা দিয়েছে আইসিসি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুরুষদের জন্য এবারের পুজোয় কোন ১০ জিনিস মাস্ট? রইল নজরকাড়া স্টাইল টিপস দশেরায় রামপুরে ৮০ ফুট দূষণমুক্ত রাবনের মূর্তি, তৈরি করছেন এক মুসলিম পরিবার মুসলিমদের ছোঁয়া পেলে তবেই শুরু হয় পুজো, শ্রীরামপুরের গুরু বাড়ি আসলে কার বাড়ি অস্কারের হাত ধরে লালহলুদে রবিনহো? দল ছাড়ার কথা জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি প্রশাসনের অনুমতি মেলেনি, অসমাপ্ত দুর্গার সামনেই ‘শোক’ পালন রানাঘাটে আর যেতে হবে না পার্লার, বাড়িতেই ট্রাই করুন এই নজরকাড়া নেল আর্ট বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বার দেহ উদ্ধার বীরভূমে, গর্ভস্থ শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ T20I ব়্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকলেন আর্শদীপ, অল-রাউন্ডারদের প্রথম তিনে হার্দিক পুজোয় ঘর সাজিয়ে তুলুন ডোকরার সৌন্দর্যে, লোকসংস্কৃতির ছোঁয়া থাক উৎসবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.