বাংলা নিউজ > ময়দান > ICC-র সিদ্ধান্তে প্রশ্ন তোলার তুমি কে- স্টোইনিসের শাস্তি চেয়ে সরব পাক প্রাক্তনী

ICC-র সিদ্ধান্তে প্রশ্ন তোলার তুমি কে- স্টোইনিসের শাস্তি চেয়ে সরব পাক প্রাক্তনী

হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়়ার অভিযোগ আনে স্টোইনিস।

গুঞ্জন রয়েছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফের পাকিস্তানের বোলারের দিকে বল ছোড়ার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে মহম্মদ হাসনাইন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগ করা হল। এ বার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আঙুল তুলেছেন হাসনাইনের দিকে।

দ্য হান্ড্রেডের ম্যাচে সাউদার্ন ব্রেভ এবং ওভাল ইনভিন্সিবেলস মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সাউদার্ন ব্রেভ। ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে মিড অফে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টোইনিস।

তবে সাজঘরে ফেরার সময় হাতের ইশারায় দেখাচ্ছিলেন, বল ছুড়েছেন হাসনাইন। অর্থাৎ তাঁর কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকেছে। অথচ ম্যাচ জুড়ে হাসনাইনের কোনও ডেলিভারিই অবৈধ বলে মনে হয়নি।

আরও পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ স্টোইনিসের, শাস্তি পেতে পারেন অজি তারকাই

তবে স্টোইনিসের ভিডিয়ো ভাইরাল হতে একেবারে হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান এবং হাসনাইনের সমর্থকরা তো বটেই, নিরপেক্ষ সমর্থকদের বড় একটি অংশ স্টোইনিসকে তুলোধুনো করছেন এমন আচরণের জন্য।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট তাঁর ইউটিউব চ্যানেলে স্টোইনিসের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘এটা একেবারে বিলো বেল্ট অ্যাকশন। মানে, আইসিসি সদ্য ওঁর (হাসনাইন) অ্যাকশনে ছাড়পত্র দিয়েছে। তা হলে সমস্যা কোথায়? এটা কোন টুর্নামেন্টে করা হয়েছে, সেটা বড় বিষয় নিয়ে নয়। সেটা আইপিএল, পিএসএল বা দ্য হান্ড্রেড হতে পারে। কিন্তু এখানে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। আসল কথা হল, আইসিসি যখন ওকে ছাড়পত্র দিয়েছে, তখন প্রশ্ন তোলার তুমি কে? হাসনাইন ইতিমধ্যে কঠোর তদন্তের অধীনে রয়েছে। কারণ ও সবে মাত্র প্রত্যাবর্তন করেছে।’

আরও পড়ুন: পাক 'সুপার ফাইভ' গুঁড়িয়ে দিতে পারেন ভারতকে, চিনে নিন সেই তারকাদের

সলমন বাট যোগ করেছেন, ‘স্টোইনিস এর থেকে পার পেয়ে গেছে। অন্যরা কিন্তু পার পেতে নাও পারত। কেন ওকে ছেড়ে দেওয়া হচ্ছে? এটা কি মজার বিষয়? খেলোয়াড়রা যদি তাদের সীমা অতিক্রম করে, তবে তাদের শাস্তি হওয়া উচিত।’

গুঞ্জন রয়েছে, এই ঘটনায় স্টোইনিসকেই নাকি শাস্তিও দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেকর দাবি, হাসনাইনের অ্যাকশন নিয়ে এ ভাবে প্রশ্ন তোলায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে স্টোইনিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবার পাকিস্তানের মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ উঠল। এই নিয়ে দ্বিতীয় বার। তরুণ জোরে বোলারের বিরুদ্ধে এ বার অভিযোগ করলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। যাইহোক ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে যায় সাউদার্ন।

গত জানুয়ারিতেও বল ছোড়ার অভিযোগ উঠেছিল হাসনাইনের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একাধিক ক্রিকেটার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একটি ম্যাচে পাক জোরে বোলারকে ‘নো’ ডাকেন আম্পায়ার জেরার্ড অ্যাডোব। পরীক্ষার পর দেখা যায়, হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ নয়। বল করার সময় তাঁর হাত কনুই থেকে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। নির্বাসন হয় হাসনাইনের।

পরে বোলিং অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরেছেন ২২ বছরের জোরে বোলার। এই ম্যাচে অবশ্য হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে ‘নো’ ডাকেননি আম্পায়াররা। কারণ, তাঁর সংশোধিত বোলিং অ্যাকশনকে মান্যতা দিয়েছে আইসিসি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কনসার্ট শুনতে হাজির এ কে! ৩ মাসের শিশুকে দেখে এটাই করলেন অরিজিৎ বাংলাদেশে মন্দিরে আগুন, সন্দেহের বশে ৭ জনকে হাত - পা বেঁধে পেটাল জনতা, মৃত ২ 'আপনি মারা গিয়েছেন', ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে শুনলেন ব্যক্তি! জলপাইগুড়িতে ভোট দিতে এসে মালদার প্রিসাইডিং অফিসার জানতে পারলেন, তিনি 'মৃত' ইস্টবেঙ্গলকে অপমান করা মানে মা'কে অপমান করা,মন্ত্রীর প্রতিবাদের পর বললেন সৌরভ কন্যাশ্রী, বন্যাশ্রী সব নিয়ে নিন, তার পর বিজেপিকে ভোট দিন: মিঠুন চক্রবর্তী উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাবদল, শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার ইস্টবেঙ্গল-ডেম্পোকে পিছনে ফেলে ভারতীয় ফুটবলের সিংহাসন দখল করল মোহনবাগান ঘূর্ণাবর্তে শনিতে বৃষ্টি ৫ জেলায়, ৪০ কিমিতে ঝড়ও হবে, তারপর ফের কবে বর্ষণ নামবে? কোলে চেপে ভোট দিতে এলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, দেখালেন আঙুলে কালির ছাপ

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.