ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার। ছ’টি পদে যাঁরা এলেন, বা থেকে গেলেন, তাঁদের সম্পর্কে জেনে নিন এক নজরে:
1/6সভাপতি পগে এলেন রজার বিনি- ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। সে বার ১৮টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। তিনিই প্রথম স্কটল্যান্ড-জাত অ্যাংলো ইন্ডিয়ান, যিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। সেখান থেকে মনোনীত হন। দেশের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন রজার বিনি।
2/6সচিব পদে থেকে গেলেন জয় শাহ- ২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বোর্ড সভাপতি হন, তখনই সচিব হন জয় শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র তিনি। স্বাভাবিক ভাবে তিনি ক্ষমতাবান। তাঁকে সরানোর প্রশ্নই ওঠে না। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হন। ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ এবং বিপণন কমিটিতে যুক্ত হন। ২০১৯ সালে রাজ্য সংস্থার পদ ছেড়ে দেন। ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন। এ বারও সচিব পদে থেকে গেলেন জয় শাহ।
3/6সহ-সভাপতি থেকে গেলেন রাজীব শুক্লা- আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। স্পট ফিক্সিং-কাণ্ডের জেরে ২০১৩ সালের ১ জুন তিনি পদত্যাগ করেন। ২০১৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার একই পদে বসেন। ২০২০ সালে ১৮ ডিসেম্বর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি নিযুক্ত হন। সেই পদেই বহাল থাকলেন।
4/6যুগ্ম সচিব হলেন দেবজিৎ শইকিয়া- বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব। গুয়াহাটি হাই কোর্টের আইনজীবী। অসমের অ্যাডভোকেট জেনারেল। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কায় আইনজীবীদের বিশ্বকাপ ক্রিকেটে পর পর দু’বার অংশ নেন। এ বারই প্রথম ভারতীয় ক্রিকেট বোর্ডে এলেন।
5/6কোষাধ্যক্ষ আশিস শেলার- মহারাষ্ট্রের বিজেপি-র বিধায়ক আশিস শেলার। মুম্বই বিজেপির সভাপতিও হন তিনি। মহারাষ্ট্র বিধানসভার মুখ্য সচেতক। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) প্রাক্তন সহ-সভাপতি। এমসিএ-র আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
6/6আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল- ভারতীয় বোর্ডের বিদায়ী কমিটিতে কোষাধ্যক্ষ ছিলেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই। এ বার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন।