ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনে অবাক হয়েছেন ইয়ান বিশপ। অতীতের জায়ান্টদের কথা মনে করিয়ে দিয়ে দলের এই পতনের কারণ জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের লজ্জাজনক পরাজয়ের সঙ্গে ৪৮ বছরে প্রথমবারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ব্যর্থ হয়েছে দুইবারের প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এই ব্যর্থতার জন্য প্রাক্তন পেসার ইয়ান বিশপ অন্য যে কোনও ক্যারিবিয়ান ক্রিকেট ভক্তের মতোই হতাশ হয়েছেন। বিশপ বিশ্বাস করেন যে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের দিকে আঙুল তোলা ভুল হবে কারণ পতন অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
বিশপ ‘ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময়ে বলেছেন, ‘হ্যাঁ, এটি ক্রমাগত পতন হয়েছে। আমি সব সময় বলে আসছি এটা বর্তমান খেলোয়াড়দের জন্য হয়নি। আমরা সম্ভবত এক দশকে শীর্ষ দেশগুলির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভালো ওডিআই ক্রিকেট খেলিনি। দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি দলের পারফরম্যান্সও কমে গেছে।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬১টি টেস্ট ও ১১৮ ওয়ানডে উইকেট নেওয়া বিশপ মনে করেন, সঠিক ভাবে লক্ষ্য না করার জন্যই দল এখন এই জায়গায় এসে পৌঁছে গিয়েছে, এটাই দলের পতনের অন্যতম বড় কারণ।’
বিশপ বলেছেন, ‘যেমন কিছু বড় কোম্পানি এক সময়ে শীর্ষে ছিল কিন্তু তারপরে আমি মনে করি তারা ব্যবসার বাইরে চলে গেছে হয়তো দৃষ্টির অভাবের কারণে বা আপনি এটাকে যাই বলুন না কেন।’ একই ঘটনা ঘটেছে (দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যারা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছিল। চার-তিন দশক আগেও এটি ছিল এবং পতনের কারণটি কেবল ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়।
বিশপ বলেন, ‘আমরা ১৯৮০ এবং ১৯৯০ এর দশকের প্রথমার্ধের মতো আধিপত্য বিস্তার করতে পারব না। আমি মনে করি বিশ্বের অন্যান্য দলগুলো খুব ভালো। ক্যারিবীয় অঞ্চলে আমাদের গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে যা বিশ্বজুড়ে কর্তৃপক্ষকে দেখতে হবে।’ প্রাক্তন এই ক্রিকেটার বলেন, ‘তবে আমি মনে করি পরের বার আমাদের আরও ভালো করার সুযোগ থাকবে। জিম্বাবোয়ের উদাহরণ ধরুন, তারা যে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই টুর্নামেন্টে তারা এখন কতটা ভালো করেছে।’
ক্রিকেটারদের বাস্তবমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন ইয়ান বিশপ। তিনি বলেন, ‘আমার মনে হয় এগুলো ভিন্ন সময়। স্যার ভিভিয়ান রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইনস এবং ক্লাইভ লয়েড এবং আমি এটাকে যেভাবে অনুপ্রাণিত করেছি তার থেকে অনুপ্রেরণা এখন ভিন্ন। আমাদের এটি গ্রহণ করতে হবে এবং অভিজ্ঞতা দিতে হবে এবং খেলোয়াড়দের আকর্ষণ করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।