ইতিহাস গড়েছেন ইতিমধ্যেই। তবে এখনও অর্ধেক কাজ বাকি রয়েছে। বৃহস্পতিবার বাকি কজটুকুও ধোনির মতো ঠান্ডা মাথায় সম্পন্ন করতে চান স্বপ্নিল কুসালে, যাঁকে ভারতীয় শুটিংমহলের মাহি বলা ভুল হবে না মোটেও।
বুধবার প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামেন দুই ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও স্বপ্নিল কুসালে। ঐশ্বর্য প্রতাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। তবে বিরল নজির গড়েন স্বপ্নিল। প্রথম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সের এই ইভেন্টের ফাইনালে ওঠেন তিনি।
এর আগে আর কোনও ভারতীয় শুটার কখনও ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে অলিম্পিক্সের ফাইনাল খেলেননি। সেদিক থেকে বৃহস্পতিবারে ফাইনালে প্রথম তিনে থাকতে পারলেই নতুন ইতিহাস লিখবেন স্বপ্নিল।
উল্লেখযোগ্য বিষয় হল, একদা মহেন্দ্র সিং ধোনি যেমন রেলের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন, স্বপ্নিলও তাঁর মতো কর্মজীবনে সেন্ট্রাল রেলওয়ের টিকিট কালেক্টর। অবশ্য শুধু এই কারণেই ধোনির সঙ্গে তারকা শুটারের তুলনা টানা হচ্ছে এমন নয়। আসলে নিজের খেলোয়াড় জীবনে স্বপ্নিল অন্য কোনও শুটারের থেকে নয়, বরং ধোনির থেকে অনুপ্রেরণা খুঁজে নেন। তিনি মনে করেন যে, শুটিংয়ে ধোনির মতো ঠান্ডা মাথায় নিজেকে মেলে ধরা খুবই জরুরি।
বুধবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে ওঠার পরে স্বপ্নিল পিটিআইকে বলেন, ‘আমি শুটিং বিশ্বে বিশেষ কাউকে আলাদাভাবে অনুসরণ করি না। তবে শুটিং জগতের বাইরে আমি ধোনির কিছু দিক মেনে চলি। আমার খেলায় মাথা ঠান্ডা রাখা ও ধৈর্য্য ধরা জরুরি, যেমনটা ধোনিকে মাঠে দেখা যায়। তাছাড়া নিজের জীবনকেও ওঁর সঙ্গে তুলনা করি, কেননা আমিও একজন টিকিট কালেক্টর, যেমনটা ধোনি ছিলেন।’
স্বপ্নিলের বাবা ও দাদা উভয়েই শিক্ষক। তবে তাঁর মায়ের জীবন অনুপ্রেরণা জোগানোর মতো। কেননা স্বপ্নিলের মা তাঁর গ্রামের প্রধান বা সরপঞ্চ।
উল্লেখ্য, স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের যোগ্যতা অর্জন পর্বে ৭ নম্বরে থাকেন। তিনি সাকুল্যে ৫৯০ পয়েন্ট স্কোর করেন। চেক প্রজাতন্ত্রের দুই শুটারও স্বপ্নিলের মতো ৫৯০ পয়েন্ট স্কোর করেন। তবে স্বপ্নিলের ইনার-টেন বেশি হওয়ায় তিনি সাত নম্বরে থাকেন। এই ইভেন্টে ভারতের অপর শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ৫৮৯ পয়েন্ট স্কোর করে ১১ নম্বরে থাকেন। যেহেতু প্রথম ৮ জন ফাইনালের টিকিট পাবেন, তাই ইভেন্ট থেকে ছিটকে যান ঐশ্বর্য প্রতাপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।