বাংলা নিউজ > ময়দান > কে এই হ্যাজেলউডের পরিবর্ত মাইকেল নেসার? জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়, ভুগিয়েছেন পূজারাকে

কে এই হ্যাজেলউডের পরিবর্ত মাইকেল নেসার? জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়, ভুগিয়েছেন পূজারাকে

কে মাইকেল নেসার? (ছবি-রয়টার্স)

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি ৭  জুন থেকে ওভালে খেলা হবে। দুর্দান্ত এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে টিম অস্ট্রেলিয়া। দলের ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড পুরনো ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এবং তাঁর বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন মাইকেল নেসার।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) ফাইনালটি ৭ জুন থেকে লন্ডনের কেনিংটন ওভালে খেলা হবে। দুর্দান্ত এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে টিম অস্ট্রেলিয়া। দলের ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড পুরনো ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এবং তাঁর বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন মাইকেল নেসার। সর্বোপরি, কে এই নেসার এবং তিনি ভারতের জন্য কত বড় হুমকি হয়ে উঠতে পারেন?

আরও পড়ুন… বিরাটকে কার্যত অপমান করে শুভমনের সঙ্গে সচিনের মিল খুঁজে পেলেন প্রাক্তনী

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৩ দিন আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দলের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সি পেসার মাইকেল নেসার। এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলেছেন নেসার। মাইকেল নেসার দক্ষিণ আফ্রিকার ডাক্তারদের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর পরিবার অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হওয়ার আগে প্রিটোরিয়াতে প্রথম ১০ বছর কাটিয়েছিলেন। একটি গাড়ি দুর্ঘটনার পরে তাদের ছিনতাই-এর ঘটনা অনেকেই জানেন।

আরও পড়ুন… La Liga: রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে শেষ ম্যাচে গোল করে রোনাল্ডোকে টপকালেন করিম বেঞ্জেমা

জোশ হ্যাজলউডের বিদায় নিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘জোশ পুরোপুরি ফিট হতে মাত্র কয়েক ধাপ দূরে ছিলেন। কিন্তু আমরা তাঁকে ডব্লিউটিসি ফাইনালে মাঠে নামিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনি। কারণ এটি সামনে একটি ম্যাচ।ব আমাদের যেটা খেলতে হবে তা হল পুরো অ্যাশেজ সিরিজ।’ অস্ট্রেলিয়া দলে জোশ হ্যাজলউডের স্থলাভিষিক্ত হওয়া মাইকেল নেসার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। দুই টেস্টে নেসার নিয়েছেন মোট ৭টি উইকেট।

আরও পড়ুন… WTC 2023 Final-জামায় নেই অত্যাধিক বিজ্ঞাপন, নতুন জার্সিতে রোহিত-বিরাটদের ফটোশ্যুট

এখন কেন অস্ট্রেলিয়া এমন কাউকে বেছে নিল যে WTC ফাইনালের জন্য ২ টেস্ট খেলেছেন? তাই এর কারণ কাউন্টি ক্রিকেটে নেসারের বিস্ফোরক পারফরম্যান্স। গ্ল্যামরগানের হয়ে খেলা শেষ ৫ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন নেসার। ২ ইনিংসে ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। নেসার শুধু বোলিংই করেন না, ভালো ব্যাটিংও করেন। কাউন্টি ক্রিকেটের শেষ ৫ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি চেতেশ্বর পূজারার অধিনায়কত্বে দল সাসেক্সের বিরুদ্ধে ১২৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

মাইকেল নেসার সেই ম্যাচে চেতেশ্বর পূজারাকে অনেক কষ্ট দিয়েছিলেন এবং পরে তাঁর উইকেটও পেয়েছিলেন। ওভাল ময়দানের সঙ্গে নেসারেরও রয়েছে বিশেষ সম্পর্ক। ২০১৮ সালে এই মাঠেই তাঁর ওডিআই অভিষেক হয়। নেসার ৯৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩.৫ গড়ে ৩৪৭ উইকেট নিয়েছেন। তিনি ২৬.৭৮ গড়ে ৩০৮০ রান করেছেন। পরিসংখ্যান বলছে, বল ও ব্যাট দুটোতেই নেসার অতুলনীয়। তিনি ডব্লিউটিসি ফাইনালে সুযোগ পাবেন কি না সেটাই দেখার বিষয়। কারণ জোশ হ্যাজলউডের বিদায়ের পর, স্কট বোল্যান্ড প্লেয়িং একাদশে জায়গা করার আরও কাছাকাছি দেখছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.