হোবার্ট টেস্টে জয়ের মাধ্যমে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। এভাবেই সিরিজ একতরফা করে ফেলল অস্ট্রেলিয়া। সিরিজ হারের পরে বড় প্রতিক্রিয়া দিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
সিরিজ হেরে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য হতাশাজনক এবং কঠিন সফর। আমাদের ভালো করতে হলে আরও শিখতে হবে। এখান থেকে দূরে সরে যাবেন এবং একই ভুল করতে থাকবেন। মনে রাখতে হবে এখান থেকে দূরে গিয়ে আমরা যেন একই ভুলের পুনরাবৃত্তি না করি। এটা খুবই পরিষ্কার যে স্কোর বোর্ডে আমাদের আরও বেশি রান করতে হবে। অনেক সময় আমরা আমাদের বোলারদের যথেষ্ট দিইনি।’
রুট আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে আমরা পরাজিত হয়েছি। কখনও কখনও আপনাকে আপনার হাত তুলে বলতে হবে যে একটি দল আমাদের হারিয়েছে। চার বছরে আমরা কে কোথায় থাকব কে জানে! এটি উডির (মার্ক উড) জন্য একটি চমৎকার পুরষ্কার, যে লোকটি প্রতিটি বলে, প্রতিটি পারফরম্যান্সে নিজের বাজি লাগান। সিরিজে চমৎকার আতিথেয়তার জন্য অস্ট্রেলিয়াকে অনেক ধন্যবাদ।’
এটি উল্লেখযোগ্য যে ইংল্যান্ড দল ব্রিসবেন টেস্টে পরাজিত হয়েছিল এবং টানা তিন ম্যাচ হারার পর সিডনিতে টেস্ট ম্যাচটি ড্র করেছিল। এর পর এবার হোবার্টকেও হারের মুখে পড়তে হল। অস্ট্রেলিয়া দল এই সিরিজে প্রতিটি বিভাগেই নৈপুণ্য দেখিয়েছে। ইংল্যান্ড দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করা হলেও তা পাওয়া যায়নি। অস্ট্রেলিয়া দল দুরন্ত পারফরম্যান্স করে, প্রতিটি বিভাগে ইংল্যান্ডকে পিছনে ফেলে সিরিজ দখল করল।