জানেন আউট হওয়ার পরে কেন রেগে গিয়েছিলেন বিরাট কোহলি? কেন তিনি মেজাজ হারিয়েছিলেন? মুখ খুললেন দু’দেশের দুই ক্রিকেটার। শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে এক রানের মাথায় আউট হয়ে যান ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। এর ফলে বাংলাদেশ সিরিজ়ে তাঁর খারাপ ছন্দ অব্যাহত। তবে আউট হওয়ার পর কোহলিকে হঠাৎই মাথা গরম করে ফেলেন। যেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যায় বাংলাদেশের একাধিক ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি।
আরও পড়ুন… মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে পঞ্জাব কিংসের ব্যবহারে ক্ষিপ্ত ক্রিস গেইল
এরপরে এই ঝামেলার মধ্যস্থতা করতে এগিয়ে আসেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। শুধু শাকিব নন মাঠের আম্পায়ারও কোহলিকে শান্ত করতে এগিয়ে আসেন এবং সেই কাজে সফল হতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। কী হয়েছিল সেই সময়ে? ম্যাচের পর এই প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে। তিনি অবশ্য যথাযথ কোনও উত্তর দিতে পারেননি। লিটন দাস বলেন, ‘আমি জানি না কী হয়েছিল। হঠাৎ করে একটি ঘটনা ঘটে গিয়েছিল। তবে আমি কিছু শুনতে পাইনি।’ কিছুক্ষণ পরে একই প্রশ্ন করা হয় ভারতের জোরে বোলার মহম্মদ সিরাজকে। তিনি বলেন, ‘আসলে আমি তখন আইস বাথ নিচ্ছিলাম। তখন মাঠে কী হয়েছে সেটা দেখারই সুযোগ পাইনি। তাই বিস্তারিত কিছু বলতে পারব না।’
আরও পড়ুন… ‘ক্যাপ্টেন হটাও’ দাবি জোরালো হতেই বাবরের নেতৃত্ব বাঁচাতে 'ক্যাম্পেন' শুরু আফ্রিদি-হ্যারিসদের
ঘটনাটি ঘটেছিল ভারতীয় ইনিংসের ২০তম ওভারে। নিজের ওভারের পঞ্চম বলে বিরাটকে ফাঁদে ফেলেন মেহেদি হাসান। বল বিরাটের ব্যাটে লেগে সোজা চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হকের কাছে। এখানে বাংলাদেশি খেলোয়াড় দুর্দান্ত এক ক্যাচ নিয়ে বিরাটের ইনিংস শেষ করেন। আউট হওয়ার পর বিরাট রেগে গেলেও চুপ থাকেন। কিন্তু এর পর বাংলাদেশি খেলোয়াড় তাইজুল ইসলামের সেলিব্রেশনের কারণে আরও ক্ষুব্ধ হন বিরাট কোহলি। এই কারণেই বিরাটকে মাঠের মধ্যে মেজাজ হারাতে দেখা যায়।
ম্যাচের তৃতীয় দিন কোহলির জন্য ভালো ছিল না কারণ তার সঙ্গে অনেক ভুল হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্লিপে বেশ কয়েকটি ক্যাচ ফেলেন কোহলি। এর মধ্যে কিছু ক্যাচ কঠিন ছিল, কিন্তু কোহলি যে ধরনের ফিল্ডার, সবসময়ই এমন ক্যাচ নেওয়ার আশা করা যায়। এর পরে, যখন তাঁকে ব্যাটিংয়ে ভারতীয় ইনিংস সামলাতে পাঠানো হয়েছিল, তখন তিনি ২২ বলে মাত্র এক রান করে আউট হন বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন বিরাট। তাস্কিন আহমেদের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছিলেন। অফস্টাম্পের বাইরের বলে খেলার রোগ সারছে না তাঁর। এ বার ঘূর্ণি পিচে স্পিন সামলাতে গিয়েও মুশকিল হল বিরাটের। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রকম ভাবে রান করছিলেন তিনি, সেটা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দেখা গেল না। মীরপুরে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ৪৫ রান। জয়ের জন্য টিম ইন্ডিয়ার এখনও প্রয়োজন আরও ১০০ রান। ভারতের হাতে রয়েছে ৬ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।