বাংলা নিউজ > ময়দান > WI vs AUS: বাইশ গজে ঝড় তুলে নতুন রেকর্ড গড়লেন ৪১ বছরের গেইল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

WI vs AUS: বাইশ গজে ঝড় তুলে নতুন রেকর্ড গড়লেন ৪১ বছরের গেইল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাইশ গজে তখন গেইল ঝড় চলছে (ছবি:টুইটার)

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হয়েছেন ক্রিস গেইল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৩১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। শুধু ম্যাচ জয়ই নয়, এদিনের ম্যাচ জেতার ফলে সিরিজও পকেটে তুললো ওয়েস্ট ইন্ডিজ। এদিনের জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রাখলেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলে। জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পাদের বলে ব্যাট হাতে নিজের রণমূর্তি ধারণ করলেন। অজি বোলারদের পিটিয়ে ছাতু করলেন তিনি। গেইল এদিন করলেন ৩৮ বলে ৬৭ রান।

এক ঝলমলে ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয় উপহার দিলেন। এদিন তার ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। ২০১৬ সালের পরে আন্তর্জাতিক ক্রিকেতে এটিই গেইলের একমাত্র পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এটি তার ১৪তম আন্তর্জাতিক অর্ধশতক। ম্যাচ জয়ী এই ইনিংসের সাথে সাথে নিজের অর্জনের খাতায় আরেকটি রেকর্ডও লিখেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হয়েছেন ক্রিস গেইল। টো-টোয়েন্টি ক্রিকেটে এখন তার মোট রান ১৪ হাজার ৩৮। তার ক্যারিয়ারে রয়েছে.২২টি শতক ও ৮৭টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৭৫। গড় ৩৭.৫৫ ও স্ট্রাইকরেট ১৪৬.০৬।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় গেইলের ধারেকাছে আর কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৩৬ রান করেছেন আর এক ক্যারিবিয়ান ক্রিকেটার। কাইরন পোলার্ড রয়েছেন তালিকার দুই নম্বরে। ১০ হাজার ৭৪১ রান রান করে পোলার্ডের কাঁধে নিঃশ্বাস ফেলছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ১০ হাজার ১৭ রান করে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এই তালিকার পঞ্চম স্থানে আছেন যৌথভাবে বিরাট কোহলি ও ব্রেন্ডন ম্যাককালাম। দুজনের রান সংখ্যা ৯৯২২। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গেইল। এদিন ম্যাচের স্রাও নির্বাচিত হন তিনি।

এদিন টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ১৪১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন ব্যাট হাতে ঝড় তোলার আগে বল হাতেও দেখা গিয়েছিল গেইলকে। তবে তিনি এদিন উইকেট পাননি। এদিনের ম্যাচ জেতার পাশাপাশি দু ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে তোলে ওয়েস্ট ইন্ডিজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.