কোভিড, দলের একাধিক তারকার অনুপস্থিতি, অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোট, টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের হতাশা, সবকিছুকে পিছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সৌজন্যে মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।
টি-টোয়েন্টি সিরিজে নিজের সেরা পারফরম্য়ান্স করতে ব্যর্থ হন স্টার্ক, প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। আবার অপরদিকে দ্বিতীয় ওয়ান ডেতে দলের মুশকিল পরিস্থিতিতে দায়সারা শট খেলায় প্রশ্নের মুখে পড়তে হয় ম্যাথু ওয়েডকেও। তৃতীয় ওয়ান ডেতে এই দুই অজি তারকাই সিরিজ জেতালেন দলকে।
টসে জিতে কায়রন পোলার্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি তাঁর দলের ব্যাটসম্যানরা। ওপেনার এভিন লুইস (৬৬ বলে অপরাজিত ৫৫) বাদে শাই হোপ (৩৫ বলে ১৪) থেকে শুরু করে জেসন হোল্ডার (১৫ বলে ৫), সকলেই ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ১৫২ রান গুটিয়ে যায় ক্যারিবিয়ান দলের ইনিংস। স্টার্ক নেন তিনটি উইকেট।
জবাবে অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে একটু চাপেই পড়ে যায় অজিরা। তবে অধিনায়ক অ্যালেক্স ক্যারি (৫০ বলে ৩৫) এবং ওয়েডের (৫২ বলে ৫১) সুবাদে জয় সুনিশ্চিত করে অজিরা। শেষ পর্যন্ত ক্রিজে থাকেন ওয়েড। মোট ১১ উইকেট নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হন স্টার্ক।
ম্যাচ হেরে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড বার্বাডোজের পিচকে খেলার অযোগ্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি বেশি কথা বললেই অযথা শিরোনামে চলে আসব। তবে তিন ম্য়াচের সিরিজে দুটো উচ্চ স্তরের আন্তর্জাতিক দলের ম্যাচগুলিতে যেমন স্কোর হয়েছে, তা সবাই দেখেছে। আমার মনে হয় এটা (বাজে পিচ) আমাদের সকলের লজ্জা। আমাদের সকলকে আরও দায়িত্ব নিয়ে আরও ভাল ক্রিকেট খেলতে হবে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অন্তত আমাদের খেলার উপযোগী একটা পরিবেশ তো দিতে হবে তার জন্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।