শনিবার উইন্ডসর ডোমিনিকা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অভিযান শুরু করছে বাংলাদেশ। তবে বৃষ্টিতে ভেস্তে গেল অভিযানের শুরুর ম্যাচ। এদিন প্রায় সারাদিনই বৃষ্টি হল। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছিল। প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় ছিল উইন্ডসর পার্ক।
এদিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ২০ ওভারের বদলে ১৪ ওভারে হওয়ার কথা ছিল। ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৪ ওভারের জায়গায় ১৩ ওভার খেলা হয়, এরপরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় এদিনের ম্যাচ। বৃষ্টির কারণে বল আর গড়ায়নি। ম্যাচ অমীমাংসিত থাকে। ফলে এখন বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচের দিকে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই প্রথম উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মুনিম শারিয়ারকে আউট করে আকিল হুসেন। বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শাকিব আল হাসান। মাত্র ১৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। এদিনের ইনিংসে দুটি ছক্কা ও দুটি বাউন্ডারি হাঁকান তিনি। এদিন নুরুল হাসান ১৬ বলে ২৫ রান করেন। ১৩ ওভার ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে ১০৫ রান। এদিনের ইনিংসে রোমারিও শেফার্ড তিন ওভার বল করে ২১ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। হেডেন ওয়াল্স জুনিয়র দুটি উইকেট নিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।