ওয়েস্ট ইন্ডিজে গিয়ে শেষ পর্যন্ত প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রবিবার প্রথম এক দিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ৬ উইকেটে হারালেন তামিম ইকবালরা। ম্যাচ জিতে অবশ্য খুশি নন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটারদের ক্যাচ মিসের কারণে তিনি বেশ বিরক্তই।
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ওভার কমে ৪১-এ নেমে আসে। ৪১ ওভারের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শামার ব্রুকস সর্বোচ্চ ৬৬ বলে ৩৩ রান করেন। বাকিদের অবস্থ তথৈবচ। বাংলাদেশের শোরিফুল ইসলাম (৪-৩৪) এবং মেহেদি হাসান মিরাজদের (৩-৩৬) দাপটে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ তোলে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: হেরেই চলেছে বাংলাদেশ, টেস্টের পর T20-তেও হোয়াইটওয়াশ শাকিবরা
জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে তামিম ইকবাল (৩৩) এবং নাজমুল হোসেন (৩৭) দলের হাল ধরেন। তামিম ফেরার পর মাহমুদুল্লাহ (অপরাজিত ৪১) সঙ্গে জুটি গড়েন নাজমুল। ওয়েস্ট ইন্ডিজের সে ভাবে পুরো ম্যাচেই চাপে ফেলতে পারেননি বাংলাদেশকে। প্রায় ১০ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে নেয় বাংলাদেশ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ইদ পালন টিম বাংলাদেশের
তবে বাংলাদেশের ফিল্ডাররা চারটি সহজ ক্যাচ না ছাড়লে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আরও কম রানে বেধে দেওয়া যেত। ম্যাচের পর তাই তামিম বলেছেন, ‘ভালো দলের বিরুদ্ধে এই ক্যাচগুলো ছাড়লে তার মূল্য চোকাতে হতে পারে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে আমি চিন্তিত। ক্যাচ ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এই ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে দ্রুত।’