মাত্র ২৯ রানের সংক্ষিপ্ত ইনিংস, তাতেই এমন এক মাইলস্টোন গড়লেন তামিম ইকবাল, যা টেস্টের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯ রান করে আউট হন তামিম। বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে এই সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে টেস্ট কেরিয়ারে ৫০০০ রানের মাইলফলক টপকান তিনি।
দরকার ছিল ১৯ রান। লক্ষ্যে পৌঁছে যেতে বিশেষ অসুবিধা হয়নি তাঁর। তামিম আসলে টেস্টের ইতিহাসে ৫০০০ রানের মাইলস্টোন ছোঁয়া ১০০তম ক্রিকেটার। সুতরাং, টেস্টের ইতিহাসে অনবদ্য এই মাইলস্টোনের (৫ হাজার রানের) সেঞ্চুরি পূর্ণ হল তামিমকে দিয়ে। উল্লেখ্য, ১৯২৯ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৫০০০ রানের মাইলস্টোন টপকান ইংল্যান্ডের জ্যাক হবস।
সার্বিকভাবে বিশ্বের ১০০ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করলেও বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন তামিম। তাঁর আগে কেবল মুশফিকুর রহিম টেস্টে ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। বাংলাদেশের হয়ে সব থেকে বেশি টেস্ট রান করেছেন মুশফিক (৫২৩৫)। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম (৫০১০)। শাকিব আল হাসান রয়েছেন তিন নম্বরে, যিনি সবে মাত্র ৪ হাজারের গণ্ডি টপকেছেন।
আরও পড়ুন:- Knight Riders: নেতৃত্বে দিয়েন্দ্রা ডটিন, প্রথম মহিলা দলের ঘোষণা শাহরুখের নাইট রাইডার্সের
তামিমের এমন মাইলস্টোন ছোঁয়ার দিনে বাংলাদেশ অবশ্য স্বস্তিতে নেই মোটেও। তারা টেস্টের প্রথম দিনের লাঞ্চের আগেই ৬টি উইকেট হারিয়ে বসে। দিনের প্রথম সেশনে ২৫ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৭৬ রান তুলেছেন শাকিব আল হাসানরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।