বাংলা নিউজ > ময়দান > WI vs ENG: করাচি থেকে ব্রিজটাউন, বজায় রইল ক্যাপ্টেনদের দাপট, ওয়েস্ট ইন্ডিজে রুট-ব্রাথওয়েট ফেরালেন ১৩ বছর আগের স্মৃতি

WI vs ENG: করাচি থেকে ব্রিজটাউন, বজায় রইল ক্যাপ্টেনদের দাপট, ওয়েস্ট ইন্ডিজে রুট-ব্রাথওয়েট ফেরালেন ১৩ বছর আগের স্মৃতি

ইংল্যান্ডের বিরুদ্ধে পালটা লড়াই ওয়েস্ট ইন্ডিজের। ছবি- উইন্ডিজ ক্রিকেট।

বিশ্বের দুই প্রান্তে ২টি টেস্ট ম্যাচের পরপর ৩টি ইনিংসে ক্যাপ্টেনরা টপকে গেলেন ১৫০ রানের গণ্ডি।

করাচি থেকে ব্রিজটাউন, টেস্ট ক্রিকেটে বজায় রইল ক্যাপ্টেনদের দাপট। বিশ্বের দুই প্রান্তে দু'টি টেস্ট ম্যাচের পরপর তিনটি ইনিংসে ক্যাপ্টেনরা টপকে গেলেন ১৫০ রানের গণ্ডি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচি টেস্টের শেষ ইনিংসে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাক দলনায়ক বাবর আজম। পরে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অধিনায়ক জো রুট করেন ১৫৩ রান। ব্রিজটাউনেই পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ব্রাথওয়েটকে সঙ্গ দিয়ে ব্ল্যাকউড তৃতীয় দিনেই শতরান করেছিলেন। চতুর্থ দিনে জেসন হোল্ডার (১২), জোশুয়া ডা'সিলভারা (৩৩) কার্যকরী যোগদান রাখেন। ফলে ইংল্যান্ডের ৯ উইকেটে ৫০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস শেষ করে ৪১১ রানে। যদিও ইংল্যান্ড প্রথম ইনিংসের নিরিখে ৯৬ রানের লিড পেয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪০ রান। সুতরাং ব্রিটিশদের হাতে লিড রয়েছে ১৩৬ রানের। অ্যালেক্স লিস ১৮ ও জ্যাক ক্রাউলি ২১ রানে ব্যাট করছেন। শেষ দিনে নাটকীয়ভাবে ম্যাচের পটপরিবর্তন না হলে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও ড্রয়ের দিকে এগচ্ছে বলেই মনে হওয়া স্বাভাবিক।

যদিও ব্রিজটাউন টেস্টে জো রুট ও ক্রেগ ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফিরিয়ে আনেন ১৩ বছর আগের স্মৃতি। এই ম্যাচে রুট ও ব্রাথওয়েট ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজে কোনও টেস্টে একাধিক ব্যাটসম্যান ১৫০ রানের গণ্ডি টপকেছিলেন ২০০৯ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই টেস্টে রামনরেশ সারওয়ান ও দীনেশ রামদিন ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন