WI vs ENG: দুর্ধর্ষ নজির, কপিল, ক্যালিসদের এলিট লিস্টে নাম লেখালেন স্টোকস
1 মিনিটে পড়ুন . Updated: 17 Mar 2022, 10:30 PM IST- টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসাবে এই অনবদ্য নজিরটি গড়লেন স্টোকস।
বর্তমান সময়ে সেরার সেরা অলরাউন্ডারদের তালিকায় একেবারে উপরে থাকে বেন স্টোকসের নাম। বিশ্বকাপ জয়, ঐতিহাসিক ইনিংস, অ্যাসেজে পারফরম্যান্স, কী নেই তাঁর সিভিতে। সেই স্টোকসই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে এক অনবদ্য নজির গড়ে ফেললেন।
টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসাবে পাঁচ হাজার রান ও ১৫০-র অধিক উইকেট নেওয়ার নজির গড়লেন স্টোকস। তাঁর আগে যে চারজনের দখলে এই কৃতিত্ব রয়েছে, তাঁরা সকলেই কিংবদন্তি। স্টোকসের আগে স্যার গ্যারফিল্ড সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম এবং জ্যাক ক্যালিস পাঁচ হাজার রান করার পাশপাশি টেস্টে ১৫০ উইকেট নিয়েছেন। সেই এলিট লিস্টের নতুন সদস্য ইংল্যান্ড তারকা। এই রেকর্ডই ক্রিকেটার হিসাবে স্টোকসের দক্ষতার পরিচয়বাহক।
৩০ বছর বয়সি স্টোকস, নিজের ৭৮তম টেস্টে এই নজিরটি গড়লেন। দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পরে বর্তমানে ১২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেটের বিনিময়ে ৩৮১ রান। অধিনায়ক জো রুট ১৫৩ রানে সদ্য আউট হয়েছেন, স্টোকস অপরাজিত রয়েছেন ৯৬ রানে। নিজের ১১তম টেস্ট শতরানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন ইংল্যান্ড তারকা।