বাংলা নিউজ > ময়দান > WI vs ENG: স্টোকস-রুটের জোড়া শতরানের সুবাদে রানের পাহাড়ে ইংল্যান্ড

WI vs ENG: স্টোকস-রুটের জোড়া শতরানের সুবাদে রানের পাহাড়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে জোড়া শতরানকারী রুট ও স্টোকস। ছবি- এএফপি। (AFP)

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৪৩৬ রানে এগিয়ে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও সহ-অধিনায়ক বেন স্টোকসের দুই ভিন্ন ধরনের ইনিংসে ভর করে রানের পাহাড়ে ইংরেজরা। নয় উইকেটের বিনিময়ে ৫০৭ রান তুলে ইনিংস ঘোষণা করার পর, রুটের দল দ্বিতীয় দিনের শেষে ৪৩৬ রানে এগিয়ে রয়েছে। 

জো রুট ও স্টোকস, দুই জনেই এই দিন নজির গড়লেন। পঞ্চম ক্রিকেটার হিসাবে স্টোকস নিজের টেস্ট কেরিয়ারের ১৫০ উইকেট নেওয়ার পাশপাশি পাঁচ হাজার রান করার রেকর্ড গড়েন। অপরদিকে, রুট ইংল্যান্ডের হয়ে সর্বাধিকবার টেস্ট ক্রিকেটে ১৫০ বা তার অধিক রান করার নজির গড়লেন। ৩১৬ বলে ১৫৩ রানের ইনিংস খেলেন রুট। তবে স্টোকস আগ্রাসী মেজাজে মাত্র ১২৮ বলেই ১২০ রান করেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম শতরান। 

গত ম্যাচে সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো অবশ্য এদিন রান পাননি। ২০ করেন তিনি। শেষের দিকে উইকেটকিপার বেন ফোকসের ৩৩ ও ক্রিস ওকসের ৪১ রান, ইংরেজদের ৫০০ রানের গণ্ডি পার করান। উইন্ডিজের হয়ে পারমল সর্বাধিক তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর এক উইকেটের বিনিময়ে ৭১। অভিষক ঘটানো ম্যাথিউ ফিশারের প্রথম বল চার মারের পর, দ্বিতীয় বলেই আউট হন তিনি। ক্রিজে ২৮ রানে অপরাজিত রয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। শামরাহ ব্রুকস ৩১ রানে ব্যাট করছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

যেমন তেমন ব্যাট চালিয়ে দুমড়ে দেওয়ার চেষ্টা,রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের মালাইকার পাশে অর্জুন, বর্তমান বউকে নিয়ে প্রাক্তন শ্বশুরের শেষকৃত্যে আরবাজ বিয়ে বাড়ি স্টাইলে বাড়িতেই দই কাতলা বানাতে চান? চটপট শিখে নিন পদ্ধতি! বাড়ির ছবি পাঠিয়ে তালিবান নেতাকে চমকে দিয়েছিলেন, ট্রাম্প দাবি করতেই তৈরি হল মিম নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ৪,০০০ kg নিরামিষ খাবার রান্না হবে আজমির শরিফে ‘হয়তো উদযাপন করব, তবে…’! RG Kar নিয়ে এতদিন চুপ, কী বলছেন তৃণমূল-ঘনিষ্ঠ দেবলীনা পেট্রোল, ডিজেলের দাম কমতে পারে? ইঙ্গিতবহ বার্তা পেট্রোলিয়াম সচিবের বর্তমান স্ত্রীকে নিয়ে প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ! ‘এইবার আর শেফ হইনি...’ দ্য বাকিংহ্যাম মার্ডারসে অভিনয় নিয়ে আর কী জানলেন রণবীর? সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়তে হবে, Brics সম্মেলনে ডোভাল,কথা চিনের মন্ত্রীর সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.