ঘরে-বাইরে পরপর টেস্ট সিরিজে হেরেই চলেছে ইংল্যান্ড। বিশেষ করে অ্যাসেজ সিরিজে ভরাডুবির পর রীতিমতো ছন্নছাড়া দেখাচ্ছে ইংল্যান্ডকে। দলে বিস্তর রদবদলের জন্যই জো রুটরা ব্রড-অ্যান্ডারসন-বাটলারের মতো সিনিয়র তারকাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন।
স্বাভাবিকভাবেই ঘরের মাঠে এমন এলোমেলো ইংল্যান্ড দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার সুযোগ হাতছাড়া করতে চায় না ওয়েস্ট ইন্ডিজ। সেকারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
১৩ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। তিনি শেষবার টেস্ট খেলতে নেমেছিলেন ২০২১-এর এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এছাড়া দলে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সী পেসার অ্যান্ডারসন ফিলিপকে, যিনি এখনও পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তবে কোনও উইকেট পাননি সেই ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্রাথওয়েট (ক্যাপ্টেন), জার্মাইন ব্ল্যাকউড (ভাইস ক্যাপ্টেন), নকরুমা বোনার, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, জোশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ের্স, বীরাস্যামি পারমাউল, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ ও জয়ডেন সিলস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।