বাংলা নিউজ > ময়দান > WI vs IND 3rd ODI: ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত (ছবি:এএফপি) (AFP)

WI vs IND 3rd ODI: ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত

বৃষ্টির বিঘ্নিত ম্যাচে শতরান হাতছাড়া করলেন শুভমন গিল। তবে ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত। এদিন চাহাল চারটি উইকেট ও সিরাজ দুটি উইকেট শিকার করলেন।

প্রথমে ব্যাট হাতে কামাল করলেন শুভমন গিল ও শিখর ধাওয়ান, পরে বল হাতে সিরাজ, চাহালদের চমক। ১১৯ রানে ম্যাচ জিতল ভারত। ইতিহাস গড়ল ধাওয়ানের টিম ইন্ডিয়া।

28 Jul 2022, 03:09:41 AM IST

১১৯ রানে জিতল ভারত 

ম্যাচের নিজের চতুর্থ উইকেট শিকার করেন যুজবেন্দ্র চাহাল। শূন্য রানে সিলসকে আউট করেন চাহাল। যুজবেন্দ্রর বলে গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন সিলস। এরফলে ১৩৭ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ১১৯ রানে  

28 Jul 2022, 03:05:34 AM IST

ওয়ালশকে ফেরালেন চাহাল

১৩৭ রানে ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের শিকার করেন যুজবেন্দ্র চাহাল। ওয়ালশ জুনিয়ার ব্যাক্তিগত ১০ রানে সাজঘরে ফিরে যান।  

28 Jul 2022, 02:55:40 AM IST

শূন্য রানে ফিরলেন কিমো পল

28 Jul 2022, 02:50:00 AM IST

১২১ রানে সপ্তম উইকেটের পতন

আউট হলেন আকিল হুসেন। শার্দুল ঠাকুরের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আকিল হুসেন। এদিন ৬ বলে এক রান করে সাজঘরে ফেরেন তিনি। 

28 Jul 2022, 02:45:59 AM IST

৪২ রান করে আউট নিকোলাস পুরান

৩২ বলে ৪২ রান করে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান। পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা। ২১.২ ওভারে দলের ষষ্ঠ উইকেট পড়ে যায়। পুরানকে আউট করেন প্রসিধ কৃষ্ণ। পুরানের ক্যাচটি ধরেন শিখর ধাওয়ান।

28 Jul 2022, 02:33:23 AM IST

পঞ্চম উইকেটের পতন

কার্টিকে বোল্ড করলেন শার্দুল ঠাকুর। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন কার্টি। ম্যাচ জিততে হলে ৯৬ বলে ১৫৪ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে, ভারতের চাই আরও পাঁচ উইকেট।

28 Jul 2022, 02:27:02 AM IST

১০০ করল ওয়েস্ট ইন্ডিজ

১৮ ওভারে ১০০ রান করল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে রয়েছেন নিকোলাস পুরান ও কার্টি। ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে হলে এখনও ১৭ ওভারে ১৫৭ রান করতে হবে। 

28 Jul 2022, 02:08:39 AM IST

চতুর্থ উইকেটের পতন

ব্র্যান্ডন কিংকে বোল্ড করলেন অক্ষর প্যাটেল। ৩৭ বলে ৪২ করে সাজঘরে ফিরলেন কিং। ১৩.৬ ওভারে ৭৪ রান করে চার উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

28 Jul 2022, 01:52:50 AM IST

শাই হোপকে ফেরালেন চাহাল

৯.৫ ওভারে শাই হোপকে আউট করলেন যুজবেন্দ্র চাহাল। চাহালের বল মিস করেন হোপ, সেই সুযোগে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে স্টাম্প আউট করেন সঞ্জু স্যামসন। ৪৭ রানেই তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাঠে নেমেছেন 

28 Jul 2022, 01:35:02 AM IST

৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৮/২

প্রথমে শূন্য রানে দুই উইকেট হারানোর পরে ইনিংসের হাল ধরেছেন শাই হোপ ও ব্র্যান্ডন কিং। ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটার। 

28 Jul 2022, 01:16:07 AM IST

শূন্য রানে দ্বিতীয় উইকেটের পতন

নিজের ওভারের তৃতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সিরাজ। এবার ব্রুকসকে LBW করলেন তিনি। শূন্য রানে সাজঘরে ফিরলেন ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন শূন্য রানে ২।

28 Jul 2022, 01:13:21 AM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের শিকার করলেন মহম্মদ সিরাজ। কেইল মায়ের্সকে শূন্য রানে ফেরালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে একেবারে বোল্ড করলেন সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন শূন্য রান।  

28 Jul 2022, 01:08:34 AM IST

বৃষ্টির কারণে গিলের শতরান হাতছাড়া

বৃষ্টির কারণে শতরান হাতছাড়া করলেন শুভমন গিল। যখন তিনি ৯৮ রানে দাঁড়িয়েছিলেন তখন বৃষ্টি শুরু হ। এরপর খেলা শুরু হলে ভারত আর ব্যাট করতে নামেনি। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ৩৫ ওভারে ২৫৭ রান।

28 Jul 2022, 01:03:31 AM IST

ভালো খবর, বৃষ্টি থেমেছে

বৃষ্টি থেমেছে, আবার খেলা শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এবার দেখার খেলার ওভার আরও কিছু কমে কিনা। শুভমন গিল শতরান করে কিনা সেটাও দেখার রয়েছে। 

28 Jul 2022, 12:20:29 AM IST

আবার শুরু হল বৃষ্টি

কোথাও থেকে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবার পিচের কভারগুলো ফিরে আসছে। শুভমন গিল খুব হতাশ হবেন। শতরান থেকে ২ রান দূরে রয়েছেন তিনি

27 Jul 2022, 11:59:52 PM IST

আউট হলেন সূর্যকুমার যাদব

হেডেন ওয়ালস জুনিয়রের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ৬ বলে ৮ রান করে ব্রুকসের হাতে ক্যাচ দেন তিনি। ভারতের স্কোর 

27 Jul 2022, 11:52:30 PM IST

আউট হলেন শ্রেয়স আইয়ার

আকিল হোসেনের বলে কিমো পলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন আইয়ার। ৩৪ বলে ৪৪ রান করেছেন আইয়ার। 

27 Jul 2022, 11:40:05 PM IST

৩০ ওভারে ভারতের স্কোর ১৭৯/১

বৃষ্টির পরে দুরন্ত শুরু করেছে ভারত। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১১৫/১ রান। এর পরের ছয় ওভারে ১৭৯ করল টিম ইন্ডিয়া। অর্থাৎ ছয় ওভারে ৬৪ রান করেছে ভারত

27 Jul 2022, 11:19:56 PM IST

শুরু হল খেলা

২৫তম ওভারে ঝড় তুললেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। হেডেনকে চার ও ছক্কা দিয়ে স্বাগত জানালেন ভারতের সহ-অধিনায়ক ও ভারতীয় দলের ওপেনার।  এই ওভারে ১৮ রান নিল ভারত। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩৩/১ রান।

27 Jul 2022, 11:14:21 PM IST

ভারত আরও ১৬ ওভার ব্যাট করবে

৫০ এর বদলে খেলা হবে ৪০ ওভারের। বৃষ্টির জন্য ওভার কমান হয়েছে। ফলে আর ১৬ ওভার ব্যাট করবে টিম ইন্ডিয়া।  

27 Jul 2022, 11:12:40 PM IST

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা

সুখবর, সমস্ত কভার তুলে ফেলা হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাদের প্রস্তুতি শুরু করেছেন। এই ম্যাচ চল্লিশ ওভারের প্রতিযোগিতায় পরিনত হয়েছে। খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই।

27 Jul 2022, 10:39:13 PM IST

আবারও বৃষ্টি থেমেছে

কভারগুলি এখনও ঢাকা রয়েছে, তবে এটি উল্লেখযোগ্যভাবে মাঠ আলোক উজ্জ্বল হয়ে উঠেছে এবং ছাতাগুলি নীচে রাখা হয়েছে। সূর্য বেরিয়েছে এবং গ্রাউন্ডের কর্মীরা তাদের কাজে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তবে মাঠের উপরে এখনও প্রচুর কালো মেঘ আছে, কিন্তু যদি বৃষ্টি না হয়, তাহলে খুব শীঘ্রই ম্যাচ শুরু হতে পারে।

27 Jul 2022, 10:06:57 PM IST

আবার বৃষ্টি থেমেছে, কভার তোলা হচ্ছে

আমরা কিছু ভালো খবর নিয়ে এসেছি. বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং খেলা পুনরায় শুরু করার জন্য মাঠকে প্রস্তুত করা হচ্ছে। আমরা খেলার অবস্থার আপডেট নিয়ে শীঘ্রই ফিরে আসব। যাইহোক, কালো মেঘগুলি এখনও মাঠের উপরে ঘুরছে, এটা যেন গ্রাউন্ডস্টাফদের বলছে কভারগুলিকে তুলবেন না। 

27 Jul 2022, 09:51:40 PM IST

আবার শুরু হল বৃষ্টি

কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও, ফের বৃষ্টি শুরু হয়েছে। এখন দেখার কখন ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হলেও খেলার ওভার কমে কি না। যদি ওভার কমে সেটা কত হয় তাও দেখতে হবে। 

27 Jul 2022, 09:44:50 PM IST

বৃষ্টি থেমেছে

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ। সূর্যের আলো দেখা গিয়েছে। মাঠের স্টাফরা কোভার তুলতে মাঠে গিয়েছেন। তবে গল্পে নতুন মোড়, পিচের কভার না 

27 Jul 2022, 09:14:08 PM IST

খেলা এখনও শুরু হয়নি

বৃষ্টির জন্য এখনও খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি মাঝে একবার থামলেও, ফের শুরু হয়েছে বৃষ্টি। এখন দেখার ম্যাচে কত ওভার কমে। সকলেই আকাশের দিকে তাকিয়ে রয়েছেন।

27 Jul 2022, 08:49:22 PM IST

বৃষ্টিতে খেলা বন্ধ 

২৪ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/১ রান। এর মাঝেই শুরু হয়েছে বৃষ্টি। ফলে বন্ধ রয়েছে। বর্তমানে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিল।

27 Jul 2022, 08:41:54 PM IST

আউট হলেন শিখর ধাওয়ান

ভারতের প্রথম উইকেটের পতন। ৭৪ বলে ৫৮ রান করে আউট হলেন শিখর ধাওয়ান। হেডেন ওয়ালস জুনিয়রের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ধাওয়ান। মাঠে নেমেছেন শ্রে

27 Jul 2022, 08:38:12 PM IST

৫০ করলেন শুভমন গিল

৬০ বলে পঞ্চাশ রান করলেন শুভমন গিল। ধাওয়ানের পরে তিনিও ম্যাচে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন। ভারতের স্কোর ২২ ওভারে বিনা উইকেটে ১১২ রান।

27 Jul 2022, 08:28:22 PM IST

১০০ করল ভারত

১৯.৪ ওভারে ১০০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া। এর সঙ্গে প্রথম উইকেটে জুটিতে শতরান করলেন শুভমন গিল ও শিখর ধাওয়ান। গিলের সংগ্রহ ৫১ বলে ৪৩ রান, ধাওয়ান করেছেন ৬৮ বলে ৫৪ রান।

27 Jul 2022, 08:22:08 PM IST

অর্ধশতরান পূর্ণ করলেন ধাওয়ান

৬২ বলে ৫০ করে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক তথা ওপেনার শিখর ধাওয়ান। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ৯০/০ রান। শুভমন গিল ৪৬ বলে অপরাজিত ৩৬ রান করে ক্রিজে রয়েছ

27 Jul 2022, 08:12:26 PM IST

হাফ-সেঞ্চুরির সামনে ধাওয়ান

৫৭ বলে ৪৮ রান করেছেন শিখর ধাওয়ান। ধাওয়ান ও গিল তৃতীয় ম্যাচেও বড় পার্টনারশিপ গড়ে তুলছেন। ১৭ ওভার শেষ ভারতের স্কোর বিনা উইকেটে ৮৭ রান। 

27 Jul 2022, 07:55:33 PM IST

৫০ করল ভারত

১২ ওভারের দ্বিতীয় বলেই কোনও উইকেট না হারিয়ে ৫০ করল ভার। ধাওয়ান ও গিলের পার্টনারশিপ ৫০ টপকে গেল। ধাওয়ান করলেন ৩১ রান ও গিলের সংগ্রহ ২৩ রান।

27 Jul 2022, 07:42:59 PM IST

১০ ওভারে ভারতের স্কোর ৪৫/০ রান

১০ ওভারের শেষ উইকেট না হারিয়ে ৪৫ রান তুলল ভারত। ২২ রান করে ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান। ২৮ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন শুভমন গিল।

27 Jul 2022, 07:23:36 PM IST

৫ ওভারে ভারতের স্কোর ১৭/০ রান

স্লো শুরু করল টিম ইন্ডিয়া। প্রথম দুই ওভারে ১০ রান নিলেও তারপরের তিন ওভারে ধাওয়ান-গিলরা নিলেন মাত্র সাত রান। 

27 Jul 2022, 07:09:15 PM IST

২ ওভারে ভারতের স্কোর ১০/০ রান

দ্বিতীয় ওভারে চার মেরে নিজের ইনিংসের খাতা খুললেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ভারতের স্কোর ১০/০ রান।

27 Jul 2022, 07:06:58 PM IST

চার মেরে খাতা খুললেন ধাওয়ান

শুভমন গিল ও শিখর ধাওয়ান ইনিংসের শুরু করেছেন। প্রথম ওভারে বল করতে এলেন জেসন হোল্ডার। ওভারের তৃতীয় বলে চার মেরে ইনিংসের খাতা খুললেন শিখর ধাওয়ান। প্রথম ওভারে ভারতের স্কোর চার রান।

27 Jul 2022, 06:47:19 PM IST

তিনটি পরিবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের শেষ ম্যাচ জিততে দলে তিনটি পরিবর্তন করল ওয়েস্ট ইন্জি। রোভম্যান পাওয়েলের জায়গায় জেসন হোল্ডারকে দলে ফিরিয়ে আনা হল, আলজারি জোসেফের বদলে দলে এলেন কেসি কার্টি, রোমারিও শেফার্ডের জায়গায় দলে এসেছেন কিমো পল। 

27 Jul 2022, 06:42:36 PM IST

একটি পরিবর্তন করল টিম ইন্ডিয়া

আভেশ খানের জায়গায় আবার প্রসিধ কৃষ্ণকে ফিরিয়ে আনা হল। তৃতীয় একদিনের ম্যাচে একটি পরিবর্তন করা হল। সিরিজের প্রথম ম্যাচ তিন রানে জেতার পরে, দ্বিতীয় ম্যাচ দুই উইকেটে জিতে ছিল ভারত। এখন দেখার তৃতীয় ম্যাচের ফল কী হয়? 

27 Jul 2022, 06:38:23 PM IST

টস জিতল ভারত

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের লক্ষ্য দিতে তৈরি ভারত। 

27 Jul 2022, 05:56:27 PM IST

ধাওয়ানের সামনে শুধু যুবি-ধোনি-কোহলি 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক একদিনের সিরিজে বিরাট কোহলি মোট ৬৭৭ ওডিআই রান করেছেন। যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক রয়েছে। শিখর ধাওয়ান বর্তমানে এই বিশেষ তালিকার চার নম্বরে রয়েছেন। তবে সিরিজের শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে ভালো রান এলে ধাওয়ান এই তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছাতে পারেন। এর জন্য শিখর ধাওয়ানকে করতে হবে আরও মাত্র ৫৪ রান।

27 Jul 2022, 05:53:18 PM IST

কোন ইতিহাসের সামনে ধাওয়ানের টিম ইন্ডিয়া!

ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে কোনও ওডিআই সিরিজে ক্লিন সুইপ করতে পারেনি। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের আগে, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে নয়টি ওডিআই সিরিজ খেলেছে, কিন্তু একবারও ক্লিন সুইপ করার সুযোগ পায়নি টিম ইন্ডিয়া। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো অধিনায়কের নেতৃত্বে টিম ইন্ডিয়া যা করতে পারেনি এবার শিখর ধাওয়ানের নেতৃত্বে সেটাই করতে চায় ভারত।

27 Jul 2022, 05:49:48 PM IST

দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল/রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্কুমার যাদব, দীপক হুডা, সঞ্জু স্যামসন/ইশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল/রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং/আবেশ খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বীরাপ্পানের হাত থেকে বাঁচিয়েছিলেন রাজকুমারকে!এসএম কৃষ্ণের প্রয়াণে উসকাল স্মৃতি জলে ১ লিটার মিশিয়ে তৈরি হত ৫০০ লিটার জাল দুধ ২০ বছর ধরে, পর্দাফাঁস করল FSSAI সেফি তুলতে গিয়ে সমস্যায় ভক্ত! পন্ত বললেন, ‘আগে ক্যামেরা তো পরিষ্কার কর…’ মমতাকে কেন ইন্ডিয়া জোটের নেত্রী করা উচিত নয়? দীর্ঘ লিখলেন বাংলার কংগ্রেস সভাপতি কলকাতা মেট্রোয় ভাড়া বাড়ছে না আজ থেকে, কবে চালু হবে? লাড্ডুর বদলে কাজু কাটলি, গুজরাটে মারের চোটে হার্ট অ্যাটাকে মৃত্যু রাঁধুনির জরায়ু অস্ত্রপোচারের পর পেটের ভিতরেই রেখে দেওয়া হল স্পঞ্জ, মৃত্যু মহিলার ক্রিকেট নয় ক্যানভাসে তুলির টান দিয়ে জীবন চালাচ্ছেন সচিনের ‘বাইশ গজের শত্রু’ আগামিকাল কেমন কাটবে আপনার? টাকা আসতে পারে? জানুন ১১ ডিসেম্বরের রাশিফল মন্দারমণিতে ১৪০টি হোটেল, রিসর্ট ভাঙার ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

IPL 2025 News in Bangla

পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.